1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যামেরিকার স্কুলে ছাত্রের গুলি, মৃত তিন

১ ডিসেম্বর ২০২১

মিশিগানের ঘটনা। একটি স্কুলে ১৫ বছর বয়সি এক ছাত্র তার আধা-স্বয়ংক্রিয় শটগান থেকে গুলি চালাতে থাকে।

https://p.dw.com/p/43gMc
মিশিগানের এই স্কুলেই গুলি চালায় এক ছাত্র। ছবি: Eric Seals/AP Photo/picture alliance

পুলিশ জানিয়েছে, গুলিতে তিনজন ছাত্রের মৃত্যু হয়েছে। আটজন আহত। ১৬ বছর বয়সি এক ছাত্র এবং ১৪ ও ১৭ বছর বয়সি দুই ছাত্রী মারা গেছেন। একজন শিক্ষক সহ আটজন আহত। মঙ্গলবারই দুই জন আহতের অস্ত্রোপচার হয়েছে। বাকি ছয়জনের অবস্থা স্থিতিশীল।

ডেট্রয়েট থেকে ৪৮ কিলোমিটার দূরে অক্সফোর্ড টাউনশিপের অক্সফোর্ড হাই স্কুলে ঘটনাটি ঘটে। এই টাউনশিপে ২২ হাজার মানুষের বাস।

কেন গুলি?

অকল্যান্ড কাউন্টির আন্ডারশেরিফ ম্যাককেব সংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, ''কেন ছাত্রটি গুলি চালিয়েছে, তা তদন্তের পর জানা যাবে। তদন্ত চলছে।'' তবে সামাজিক মাধ্যমে বলা হচ্ছে, স্কুল আক্রান্ত হতে পারে, এরকম আশঙ্কা আগে থেকেই ছিল। কিন্তু আন্ডারশেরিফের বক্তব্য, ''তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ধরনের কথায় বিশ্বাস করা ঠিক হবে না। তদন্তে পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে।''  

USA 15-Jähriger erschießt an Schule in US-Bundesstaat Michigan drei Mitschüler
ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ স্কুলে পৌঁছে যায়। ছবি: Todd McInturf/AP Photo/picture alliance

ঘটনার কয়েক মিনিটের মধ্যেই পুলিশ স্কুলে পৌঁছে যায়। তারা হ্যান্ডগান উদ্ধার করেছে। আক্রমণকারী ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। সে  ১৫ থেকে ২০ রাউন্ড গুলি চালায়।

বাইডেন যা বলেছেন

বাইডেন জানিয়েছেন, ''মৃতের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। তারা প্রিয়জনকে হারিয়েছেন। এই ভয়ংকর শোকের সময়ে আমি তাদের পাশে আছি। এই ঘটনা স্কুলের ছাত্রছাত্রীদের প্রতিটি পরিবারের কাছে দুঃস্বপ্ন হয়ে থাকবে।'' বাইডেন জানিয়েছেন, ''অ্যামেরিকার এই সমস্যার সমাধান করতে হবে।''

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)