অ্যামেরিকায়ও শাহবাগের চেতনা স্পষ্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৩শাহবাগের চেতনা আজ দেশের সীমানা পেরিয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে৷ পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশের মানুষ নানা ভাবে নিজেদের এই আন্দোলনে সম্পৃক্ত করছেন৷ অ্যামেরিকাও ব্যতিক্রম নয়৷ সেখানকার কর্মকাণ্ড সম্পর্কে জানালেন ‘ইউনিভার্সিটি অফ অ্যালাবামা অ্যাট বার্মিংহাম' এর কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্সেস বিভাগের সহকারী অধ্যাপক রাগিব হাসান৷
তিনি জানালেন, অ্যামেরিকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রয়াসের মাধ্যমে এগিয়ে যাচ্ছেন৷ তারা শাহবাগের প্রতি সংহতি প্রদর্শন করছেন৷ মার্কিন ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও তারা সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করছেন৷ এছাড়া বিভিন্ন এলাকায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটি তারাও নিজস্ব উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করছে৷
ফেসবুক, টুইটার, ব্লগ সহ সোশাল মিডিয়ার ক্ষেত্রেও শাহবাগ আন্দোলনের অভিঘাতের উল্লেখ করেন অধ্যাপক রাগিব হাসান৷ মিশরের ‘আরব বসন্ত'এর ক্ষেত্রে সোশাল মিডিয়া যেমন বড় ভূমিকা রেখেছিলো, এ ক্ষেত্রেও সেটা ঘটছে৷ ফেসবুকে শাহবাগ আন্দোলন সংক্রান্ত একাধিক ‘পাতা' রয়েছে৷ তাতে আন্দোলনের সব খবরাখবর নিয়মিত দিয়ে দেওয়া হচ্ছে৷ এছাড়া টুইটারে #shahbag হ্যাশট্যাগ-কে কেন্দ্র করেও তথ্যের অবাধ আদান-প্রদান চলছে৷ এছাড়া সাহবাগ চত্বর থেকে সরাসরি অডিও ও ভিডিও সম্প্রচারও সারা বিশ্বে বাংলাদেশিদের প্রেরণা জোগাচ্ছে৷
হোয়াইট হাউস-এর ওয়েবসাইটে ‘পিটিশন' বা আবেদনের মাধ্যমে মার্কিন প্রশাসন তথা প্রেসিডেন্টের নজরে বিষয়টি আনার প্রচেষ্টাও শুরু হয়েছে৷ নির্দিষ্ট সময়ের মধ্যে যথেষ্ট স্বাক্ষর সংগ্রহ করা গেলে এই উদ্যোগও সফল হবে৷
অধ্যাপক রাগিব হাসান আরও জানালেন, অ্যামেরিকার বিশ্ববিদ্যালয় মহলে যুদ্ধাপরাধ বিরোধী শক্তির দৌরাত্ম্য কম৷ তবে নিউ ইয়র্ক ও মিশিগানে জামায়াত-শিবিরের প্রতি কিছু সমর্থন লক্ষ্য করা যাচ্ছে৷
সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আরাফাতুল ইসলাম