অ্যারিজোনায় আহত কংগ্রেস সদস্যা চোখ খুললেন
১৩ জানুয়ারি ২০১১বৃহস্পতিবার জিফার্ডসের ঘনিষ্ঠ একাধিক জনের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানায়, গুপ্তহত্যার চেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর এই প্রথম চোখে মেলে তাকান জিফার্ডস৷ এসময় তাঁর কাছে ছিলেন স্বামী মার্ক কেলি, সেনেটর কির্স্টেন জিলিব্র্যান্ড এবং কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব৷ ঘনিষ্ঠজনদের কৌতুক শুনে ধীরে ধীরে চোখ মেলে তাকান জিফার্ডস৷ একপর্যায়ে তিনি একটি হাতও উপরে তুলে দেখান৷
এদিকে অ্যারিজোনার ঘটনায় নিহতদের স্মরণে বৃহস্পতিবার আয়োজিত শোকসভায় যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্ট লেডি মিশায়েল ওবামাসহ শীর্ষ রাজনৈতিক নেতারা৷ শোকসভায় ওবামা নিহত নয় বছর বয়সি ক্রিস্টিনা টেলর গ্রিন-এর কথা স্মরণ করে বলেন, ‘‘আমি সবাইকে তার প্রত্যাশা অনুযায়ী জীবনযাপনের আহ্বান জানাই৷ তার কল্পনার মতই আমাদের গণতন্ত্র ভালো হয়ে উঠুক, এটাই আমি চাই৷ আমরা সবাই আমাদের শিশুদের প্রত্যাশামত দেশগড়ার চেষ্টায় সবকিছুই করবো৷''
শোক সভা চলাকালেই ওবামা আহত কংগ্রেস সদস্যার চোখ মেলে তাকানোর খবর জানতে পারেন৷ আবেগ আপ্লুত মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘প্রথমবারের মতো গ্যাবি তাঁর চোখ খুলেছে৷ সুতরাং আমি বলতে পারি, সে জানে আমরা এখানে আছি৷ সে জানে, আমরা তাকে ভালোবাসি৷''
অ্যারিজোনার টুসন শহরে গুলিবর্ষণের ঘটনায় এক শ্বেতাঙ্গ তরুণকে আটক করেছে পুলিশ৷ ২২ বছর বয়সী জারেড লাফনারকে সোমবার আদালতে হাজির করা হয়৷ তাঁর বিরুদ্ধে হত্যাকাণ্ডের দু'টি অভিযোগসহ, কংগ্রেস সদস্যাকে হত্যা প্রচেষ্টা এবং আরো দুটি হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে৷ আদালতে ১৩ মিনিটব্যাপী শুনানির সময় খুব কম কথা বলেছেন লাফনার৷ তার পরিবার মঙ্গলবার অ্যারিজোনার ঘটনা খুবই দুঃখ প্রকাশ করেছে৷
উল্লেখ্য, শনিবার টুসান শহরে একেবারে কাছ থেকে গেব্রিয়েল জিফার্ডসের মাথা লক্ষ্য করে গুলি করা হয়৷ চল্লিশ বছর বয়সি এই রাজনীতিবিদ তাই পুরোপুরি সুস্থ হয়ে ওবামা'র দলে ফিরতে পারবেন কিনা তা নিয়ে সংশয় যথেষ্ট সংশয় রয়েছে৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন