আই ওয়ে ওয়ে’র সঙ্গে দেখা করেছেন তার স্ত্রী
১৬ মে ২০১১চীনের অন্তরীণ শিল্পী আই ওয়ে ওয়ে-কে সপ্তাহান্তে তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে৷ এপ্রিলের ৩ তারিখে তাঁকে গ্রেপ্তার করার পর এই প্রথম ওয়ে ওয়ে-কে তাঁর পরিবারের সদস্যের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হলো৷
আই ওয়ে ওয়ে-র মা, গাও ইং এবং বোন গাও গে জার্মান সংবাদ সংস্থা ডিপিএ-কে টেলিফোনে এই খবর জানিয়েছেন৷ তিনি বলেছেন, ওয়ে ওয়ে'র স্ত্রী লু কুইং বলেছেন, তাঁর স্বামী নিজের স্বাস্থ্য ‘‘ঠিক'' আছে বলে জানালেও, তাঁর বিরুদ্ধে আসলে কী অভিযোগ আনা হয়েছে তা এখনও তাঁর কাছে স্পষ্ট নয়৷ গাও বলেন,‘‘আগাম কোন কিছু না জানিয়ে গতকাল বিকেলে লু-কে হঠাৎ করেই পুলিশ স্টেশনে যেতে বলা হয়৷'' আই ওয়ে ওয়ে'র বোন বলেন, লু পুলিশ স্টেশনে যাবার পরে তাকে ওয়ে'এর সঙ্গে দেখা করতে বলা হয়৷
এদিকে লু, গাওকে বলেছেন, ‘‘নানগাও পুলিশ স্টেশন থেকে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল তা তিনি বলতে পারবেন না, কারণ তিনি দেখতে পারেননি৷ এবং সেই অজ্ঞাত স্থানেই তিনি রবিবার বিকেলে তাঁর স্বামীর সঙ্গে দেখা করেছেন৷''
গ্রেপ্তার করার পর থেকে আই সম্পর্কে খুব কম তথ্যই দিচ্ছে চীন সরকার৷ সরকারের পক্ষ থেকে যে বিবৃতিটি ইস্যু করা হয়েছে, তাতে বলা হয়েছে, ‘‘অর্থনৈতিক অপরাধ'' সংক্রান্ত কারণেই তাঁর তদন্ত হচ্ছে৷ ৫৩ বছর বয়সি শিল্পী আই'এর গ্রেপ্তারে বিক্ষোভ হয়েছে, সমালোচনা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং জার্মানির মত পশ্চিমা দেশগুলোতে৷ ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট হ্যারমান ফান রম্পয় বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন চলতি সপ্তাহেই ঐ গ্রেপ্তারের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করবে৷
বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তারের ছয় সপ্তাহ পরে, তাঁর গ্রেপ্তার নিয়ে তুমুল আন্তর্জাতিক বিতর্কের মুখে, স্ত্রী লু কুইং-এর সঙ্গে ঐ বৈঠকের আয়োজন করে চীন সরকার৷ আই'এর বোন গাও গে বলেছেন, লু কুইং কে তার স্বামীর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়ার মধ্যে দিয়ে মনে হচ্ছে, কর্তৃপক্ষ কিছুটা নমনীয় হয়েছে৷ তিনি বলেন, ‘‘তাকে নির্যাতন করা হয়, এই মর্মে যেসব কথা শোনা যাচ্ছিল, তা আমাদের জন্যে সহ্য করা কঠিন ছিল৷ তবে এখন তাকে দেখার পরে মনে হচ্ছে, তার অবস্থা ভালো৷''
প্রতিবেদন: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক