আইএস-এর বিরুদ্ধে হামলা
১৬ নভেম্বর ২০১৫শুক্রবার রাতের বিভীষিকা এখনো কাটিয়ে উঠতে পারেনি প্যারিস৷ জরুরি অবস্থা ঘোষণার কারণে এমনিতেই থমথমে পরিবেশ বিরাজ করছে৷ সাপ্তাহিক ছুটির আমেজ কাটিয়ে স্বাভাবিক কোনো সোমবারে জনজীবনে যেমন প্রাণচাঞ্চল্য থাকে, তার ছিটেফোঁটাও নেই৷ প্যারিস এখন শোক জানাচ্ছে সন্ত্রাসী হামলায় প্রাণ হারানোদের প্রতি৷
শোকের মাঝে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ফ্রান্সের প্রেসিডেন্টের একটি বক্তব্য৷ প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ শুক্রবারের বর্বরোচিত হামলার পরেই জানিয়েছিলেন যে, ফ্রান্স সন্ত্রাসের কাছে মাথা নত করবে না, বরং ইসলামিক স্টেট বা আইএস-এর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে৷ তবে ওলঁদ জানিয়েছেন, আইএস আবারও হামলা চালাতে পারে, সবার প্রতি সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তিনি৷
শুক্রবারের হামলায় প্যরিসে ১২৯ জন নিহত এবং কমপক্ষে ৩৫২ জন আহত হয়৷ আহতদের অনেকের অবস্থাই সংকটাপন্ন৷ সুতরাং মৃতের সংখ্যা বাড়তে পারে৷
এদিকে রবিবার থেকে সিরিয়ায় আইএস-এর বিরুদ্ধে হামলা জোরদার করছে ফ্রান্স৷
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, তাঁর দেশও আইএস-এর বিরুদ্ধে হামলার তীব্রতা বাড়াবে৷
তীব্রতা বাড়ানোর ইঙ্গিত অবশ্য ইতিমধ্যে দেখা গেছে৷
তুরস্কে চলমান জি টোয়েন্টি সম্মেলনেও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বিশ্বনেতারা৷
এদিকে প্যারিস হামলার তদন্তের সূত্র ধরে সংবাদমাধ্যমে বেরিয়ে আসছে নানান তথ্য৷
অনেক দেশের নাগরিক নিহত হয়েছেন শুক্রবারের হামলায়৷
সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া অনেকেই তাঁদের অভিজ্ঞতার কথা জানাচ্ছেন সংবাদমাধ্যমকে৷
সংকলন: আশীষ চক্রবর্ত্তী
সম্পাদনা: দেবারতি গুহ
প্যারিস আজ আতঙ্ক আর শোকের নগরী৷ প্যারিসবাসীদের আপনি কি কিছু বলতে চান? জানিয়ে দিন আমাদের মারফত৷ লিখুন নীচের মন্তব্যের ঘরে৷