আইএস-বিরোধী অভিযানে জার্মানি
১৭ ডিসেম্বর ২০১৫দেশটির একটি ট্যাঙ্কার বিমান মধ্য আকাশে থাকা দুটি জেট বিমানকে তেল সরবরাহ করে বলে জানায় জার্মান সামরিক বাহিনী৷ ঐ জেটগুলো সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে বোমা নিক্ষেপ কাজে নিয়োজিত ছিল৷ তবে জেটগুলো কোন দেশের ছিল সেটা জানানো না হলেও এখন পর্যন্ত ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সৌদি আরবের জেট এই মিশনে রয়েছে৷
আইএস-বিরোধী অভিযানে জার্মানির ১,২০০ সৈন্য অংশ নেবে৷ এছাড়া শত্রুপক্ষের অবস্থান ও তাদের সামর্থ্য সম্পর্কে খবর রাখতে সক্ষম এমন বিমান ও ট্যাঙ্কার বিমান দিয়ে সহায়তা করবে জার্মানি৷ তবে তারা বোমা নিক্ষেপ কাজে অংশ নেবে না৷
এদিকে, আইএস-বিরোধী জোটে এর চেয়ে বেশি সহায়তা করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করেছে জার্মানি৷ জার্মানির প্রতিরক্ষামন্ত্রী উর্সুলা ফন ডেয়ার লাইয়েন বলেন, জার্মানি ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসবিরোধী অভিযানে যুক্ত আছে৷
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এই নিয়ে তৃতীয়বার কোনো ধরনের সামরিক অভিযানে অংশ নিল৷ এর আগে ১৯৯৯ সালে কসোভোতে এবং তারপর আফগানিস্তানে সামরিক মিশনে অংশ নিয়েছিল জার্মানি৷
জেডএইচ/ডিজি (ডিপিএ, এপি)