1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস যোদ্ধার স্ত্রী-র বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

১০ ফেব্রুয়ারি ২০২২

তথাকথিত জঙ্গি সংগঠন আইএস-এর যোদ্ধাকে বিয়ে করা এক নারীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে জার্মানিতে৷ অভিযুক্ত নারী জার্মানির নাগরিক৷ বলা হচ্ছে, সিরিয়ায় তিনি ‘একাধিক আইএস সদস্যকে' বিয়ে করেছিলেন৷

https://p.dw.com/p/46oRB
Syrien | Camp mit IS Angehörigen
ছবি: DELIL SOULEIMAN/AFP/Getty Images

 

জার্মানির আইন অনুযায়ী দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত কারো পরিচয় প্রকাশ করা যায় না৷ এ কারণে গত অক্টোবরে ফ্রাঙ্কফুর্টে গ্রেপ্তার হওয়া নারীর নাম ইয়ালদা এ. হিসেবে উল্লেখ করে একটি বিবৃতি দিয়েছেন কার্লসরুহের প্রসিকিউটর জেনারেল৷ বিবৃতিতে জানানো হয়, ওই নারীর বিরুদ্ধে আইএস-এর হত্যা, নির্যাতন কাছ থেকে দেখা এবং তাদের কর্মকাণ্ডকে সমর্থন দেয়ায় ওই নারীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে৷

ইয়ালদা এ. জার্মানি থেকে তুরস্ক হয়ে সিরিয়ায় গিয়েছিলেন ২০১৪ সালে৷ সেখানে গিয়ে তিনি আইএস-এ যোগ দেন এবং এক আইএস যোদ্ধাকে বিয়ে করেন৷

প্রথমে তাল আবিয়াদে থাকলেও পরে রাকা শহরে চলে যান ইয়ালদা এ.৷ শুধু আইএস যোদ্ধার স্ত্রী হয়ে থাকেনইনি থাকেনইনি, প্রসিকিউটর জেনারেলের বিবৃতি অনুযায়ী, হত্যা নির্যাতনসহ আইএস-এর সব কর্মকাণ্ড খুব কাছ থেকে দেখেছেন৷ আইএস-এর সব কর্মকাণ্ড সমর্থন করতেন বলে নিজের সন্তানকেও একই আদর্শে বিশ্বাসী করে তোলেন ইয়ালদা৷

২০১৫ সালের এপ্রিল মাসে এক যুদ্ধে ইয়ালদার স্বামী মারা যায়৷ তারপর সেপ্টেম্বর মাসে দ্বিতীয় এবং অক্টোবর মাসে তৃতীয় বিয়েও করেন তিনি৷তারপর সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর মায়াদিনে চলে যান ইয়ালদা৷ তৃতীয় স্বামী এক ইয়াজিদি নারীকে নিয়ে এসেছিলেন দাসী হিসেবে৷ বিবৃতিতে বলা হয়, সেই নারীকে অকথ্য নির্যাতন করতেন ইয়ালদা৷

ইয়াজিদি নারীকে তার স্বামী ধর্ষণ করতো এবং ইয়ালদা তা কাছ থেকে দেখতেন- এমন অভিযোগও রয়েছে ইয়ালদার বিরুদ্ধে৷বিবৃতিতে ইয়াজিদি নারীকে নির্যাতনের বিষয়ে প্রসিকিউটর জেনারেল বলেন, ‘‘তিনি (ইয়ালদা) প্রায় প্রতিদিনই ওই নারীর (ইয়াজিদি) ওপর নির্যাতন চালাতেন৷নিয়মিত ওই নারীকে ঘুসি, লাথি মারতেন, চূল ধরে টানতেন, মাথা ঠুকে দিতেন দেয়ালের সঙ্গে৷''

২০১৭ সালের শেষ দিকে সিরিয়া ছাড়তে চেয়েছিলেন ইয়ালদা এ.৷কিন্তু কুর্দি যোদ্ধারা তাকে ধরে ফেলে৷ জার্মানিতে ফেরার আগ পর্যন্ত সেখানেই ছিলেন ইয়ালদা এ.৷

ওয়েসলি ডকারি /এসিবি