মসজিদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা
২৮ ফেব্রুয়ারি ২০১৭মসজিদ অ্যাসোসিয়েশনটির নাম ‘ফুসিলেট ৩৩'৷ মৌলবাদী ইসলামি জঙ্গিরা এই মসজিদকে তাদের আলোচনার স্থান হিসেবে ব্যবহার করত বলে প্রসিকিউটররা বলছেন৷ গত ডিসেম্বরে বার্লিনের একটি বড়দিনের বাজারে হামলা চালানো টিউনিশীয় নাগরিক আনিস আমরি প্রায়ই এই মসজিদে যেতেন বলে কর্তৃপক্ষ বলছে৷ ঐ হামলায় ১২ জন নিহত হন৷ আহত হয়েছিলেন আরও কয়েক ডজন ব্যক্তি৷
গত সপ্তাহে বার্লিনে অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ৷ তারা তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস-এর সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হয়৷ পুলিশ বলছে, এই তিন ব্যক্তিও অতীতে আলোচিত এই মসজিদে যাতায়াত করেছে৷
জঙ্গি সংগ্রহের স্থান সন্দেহে গত বছর থেকেই মসজিদটির উপর নজর রাখা হচ্ছিল৷ গত সপ্তাহে অভিযান চালিয়ে মসজিদটি বন্ধ করে দেয়া হয়৷ এরপর ঐ মসজিদ অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অপরাধ তদন্ত শুরু করা হয়েছে৷ এছাড়া মসজিদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারির অর্থ হচ্ছে ঐ অ্যাসোসিয়েশন জার্মানির অন্য কোথাও মসজিদ হিসেবে ব্যবহারের জন্য বাড়ি ভাড়া নিতে পারবে না৷
হুমকি ঠেকাতে পদক্ষেপ
বার্লিনে বড়দিনের বাজারে হামলার পর আরও সন্ত্রাসী হামলা ঠেকানোর প্রস্তুতি হিসেবে কর্তৃপক্ষ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে৷ ফলে দেশজুড়ে বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছে৷ মঙ্গলবার সকালেও বার্লিনের ২৪টি এলাকায় অভিযান পরিচালিত হয়৷ চারশ'রও বেশি পুলিশ এসব অভিযানে অংশ নেন৷ এছাড়া যে সব বিদেশি নাগরিকদের জার্মানিতে থাকার আবেদন বাতিল হয়েছে, তাদের মধ্যে যাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে তৎপর থাকার অভিযোগ পাওয়া যাবে, তাদের গ্রেপ্তারে আইনের প্রস্তাব করা হয়েছে৷
উল্লেখ্য, জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস ডেমেজিয়ের-এর হিসেবে, প্রায় ৫০০-র বেশি ব্যক্তিকে ‘সম্ভাব্য হুমকি' হিসেবে বিবেচনা করা হচ্ছে৷ এর মধ্যে প্রায় অর্ধেক জার্মান নাগরিক নন৷
জেডএইচ/ডিজি (ডিপিএ, এএফপি)