1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএসপন্থিদের ফেরা নিয়ে আতঙ্কিত হবেন না: জার্মানি

১৫ নভেম্বর ২০১৯

তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস-এ যোগ দিতে জার্মানি ত্যাগ করা সাত সদস্যের এক পরিবার বৃহস্পতিবার তুরস্ক থেকে বার্লিন পৌঁছেছেন৷ তুরস্কের কারাগারে তারা বন্দি ছিলেন৷

https://p.dw.com/p/3T60a
Deutschland Berlin Rückführung IS Häftlinge
ছবি: Reuters/F. Bensch

চলতি সপ্তাহের শুরুতে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, আইএস-এর হয়ে লড়তে জার্মানি ত্যাগ করা ব্যক্তিদের মধ্যে যারা তুরস্কের কারাগারে বন্দি আছেন, তাদের জার্মানিতে ফেরত পাঠানো হবে৷

অবশ্য জার্মানিতে ঐ পরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে পরোয়ানা না থাকায় তাদের কারাগারে যেতে হবে না৷ পুলিশি প্রহরার মধ্যে নিজেদের শহরেই থাকতে পারবেন তারা৷

এক বছর আগে জার্মানি ছেড়ে সিরিয়ার উদ্দেশ্যে রওয়ানা হলেও এই পরিবার আদৌ সিরিয়া পৌঁছেছিল কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি৷ মার্চ মাস থেকেই এই পরিবারের সদস্যরা তুরস্কের ইজমিরের কারাগারে বন্দি ছিলেন৷

জার্মান কর্তৃপক্ষ বলছে, তাদের কাছে এই পরিবারের সদস্যদের আইএসে যোগ দেয়ার নিশ্চিত কোনো খবর নেই৷ তবে তারা সালাফিস্ট মতাদর্শে বিশ্বাসী বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷

আতঙ্কিত হওয়ার দরকার নেই

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের দল সিডিইউর স্বরাষ্ট্রনীতি বিষয়ক মুখপাত্র আরমিন শুস্টার বলেন, আইএসপন্থি এই পরিবারের জার্মানিতে ফিরে আসার ঘটনা গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়৷ উদ্বিগ্ন সাধারণ নাগরিকদের আশ্বস্ত করতে এক রেডিও সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘তারা কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি৷ তাদের কারাবাসে রাখা না হলেও পুলিশি প্রহরায় রাখা হবে৷''

এই প্রেক্ষিতে জার্মানির অন্যান্য দলগুলি থেকে আসছে নানা রকমের মন্তব্য৷ সিরিয়ায় এই ধরনের মানুষের ভূমিকা কেমন ছিল, তা নির্ধারণ করার ক্ষেত্রে রয়েছে নানা অসুবিধা৷ অন্যদিকে, সরকারের বিরুদ্ধে তুরস্কের সাথে এই বিষয়ে আলোচনায় দেরি করার অভিযোগও উঠছে৷

গত কয়েক বছর ধরেই জার্মানিতে চলছে ফিরে আসা আইএস সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কাজ৷ কিছু ক্ষেত্রে এসেছে সাফল্যও৷

বেন নাইট/এসএস