1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইপিএল নিয়ে তাড়াহুড়ো করবেন না সৌরভ

৭ জুলাই ২০২০

আইপিএল নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, তিনি প্রতিষেধকের জন্য অপেক্ষা করছেন।

https://p.dw.com/p/3etDx
ছবি: Getty Images/AFP/P. Paranjpe

নিজের ক্রিকেট জীবনের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন প্রশাসক সৌরভ গঙ্গোপাধ্যায়। করোনাকালে কোনও তাড়াহুড়ো নয়, বরং প্রতিষেধক বাজারে আসার জন্য অপেক্ষা করছেন। বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ''স্লো পিচে একরকম ব্যাটিং করতে হয়, ব্যাটিং সহায়ক পিচে ব্যাটিং এর ধরণ আলাদা হয়। করোনার সময় ধৈর্য রাখাটা জরুরি।'' চরম আক্রমণাত্মক অধিনায়ক এখন করোনার পিচে রক্ষণাত্মক ব্যাটিং করতে চান।

সৌরভ বলেছেন, ''আগামী কয়েক মাস পরিস্থিতি খারাপ হতে পারে। আমি প্রতিষেধকের জন্য অপেক্ষা করব। যতক্ষণ প্রতিষেধক না আসছে, ততক্ষণ পর্যন্ত সাবধানে চলতে হবে।''

সৌরভের সাক্ষাৎকার নিয়েছেন মায়াঙ্ক আগরওয়াল। আইপিএল নিয়ে তাঁর প্রশ্নের জবাবে সৌরভ বলেছেন, ''আমার আশা এই বছরের শেষ বা সামনের বছরের গোড়ার মধ্যে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে।''

ক্রিকেট বোর্ড আগেই বলেছে, তারা ভারতেই আইপিএল করতে চায়। নেহাত না করা গেলে তখন বিকল্পের দিকে তাকানো যেতে পারে। এখনও পর্যন্ত নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার মতো কয়েকটি দেশ নিজেদের করোনামুক্ত বলে ঘোষণা করেছে। ভারতে করোনা নিয়ে সৌরভের এই মন্তব্যের পর  প্রশ্ন উঠেছে, তা হলে কি এই দেশগুলির দিকে তাকাতে পারে বোর্ড?  আইপিএল কি ভারতে হবে না?

সৌরভকে নিয়ে আবার নানা ধরনের জল্পনা শুরু হয়েছে। আগামী বছরের মাঝামাঝি পশ্চিমবঙ্গে ভোট। তিনি কি পশ্চিমবঙ্গে বিজেপির মুখ হবেন? সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রশ্ন করা হয়েছিল, পশ্চিমবঙ্গের ভোটে দলের মুখ কে হবেন?মুচকি হেসে শাহের জবাব ছিল, ''মুখ এসে যাবে।'' তারপর জল্পনা আরও বেড়েছে।  সম্প্রতি সৌরভ আবার নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন. সেটা নিয়েও জল্পনা শুরু হয়েছে। সৌরভ অবশ্য এই সব বিষয়ে একটা কথাও বলেননি বা এমন কোনও ইঙ্গিত দেননি, যাতে মনে হয়, তিনি রাজনীতিতে আসবেন।

রাজনীতির বাইরে সৌরভকে নিয়ে বড় প্রশ্ন হলো, তিনি কি আইসিসি-র চেয়ারম্যান হবেন? শশাঙ্ক মনোহরের টার্ম শেষ হওয়ার পর ওই পদে সৌরভের নাম শোনা যাচ্ছে। 

স্বাভাবিকভাবে বিসিসিআই টিভির সাক্ষাৎকারে এই সব প্রশ্ন ছিল না। সেখানে বরং একটা তথ্য ফাঁস করেছেন সৌরভ। শচিন তেন্ডুলকর ওয়ান ডে বা টি২০ ম্যাচের প্রথম বল খেলতে চাইতেন না। সেই দায়িত্বটা এসে পড়ত সৌরভের ঘাড়ে। শচিনকে জিজ্ঞাসা করলেই বলতেন, যখন নন স্ট্রাইকিং এন্ডে থেকে রান পাচ্ছি, তখন এটাই ভালো। যখন রান পেতেন না, তখন বলতেন, চাপ কমাবার জন্য নন স্ট্রাইকিং এন্ডই ভালো। তাও সৌরভ কয়েকবার দ্রুত গিয়ে নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে পড়েছেন। তখন শচিনকে প্রথম বল খেলতেই হয়েছে।

জিএইচ/এসজি(বিসিসিআই টিভি)