আইফোন ৫ বাজারে
২১ সেপ্টেম্বর ২০১২‘আইগড' মানে স্টিভ জবসের চির বিদায়ের পর, অ্যাপলের ভবিষ্যত নিয়ে শঙ্কিত ছিলেন কেউ কেউ৷ যার দ্বারা সৃষ্টি, তাঁকে ছাড়া কিভাবে চলবে অ্যাপল? এই প্রশ্ন এখন আর বোধহয় করবেন না কেউ৷ কেননা, অ্যাপল আগের মতোই সাড়া জাগাচ্ছে গোটা বিশ্বে৷
এই দেখুন দিনকয়েক আগে, অ্যাপল তার স্মার্টফোনের নতুন সংস্করণ ‘আইফোন ৫' বাজারে ছাড়ার ঘোষণা দিল৷ শুরুতেই চমক৷ আগের সংস্করণের তুলনায় এটি আরো বেশি পাতলা এবং হালকা হয়েছে৷ তবে বয়সের সঙ্গে উচ্চতা একটু বেড়েছে৷ মানে আগেরটির চেয়ে এটির পর্দা আরো লম্বা৷ আর কারিগরী বিচারে আগের সংস্করণের তুলনায় নতুন আইফোনের ব্যাটারি জীবন দীর্ঘস্থায়ী করা হয়েছে৷ মোটের ওপর, ফোর-জি নেটওয়ার্কে আগের তুলনায় অনেক দ্রুত গতিতে চলবে এই ফোন৷
অ্যাপল আগেই জানিয়েছিল, ২১ সেপ্টেম্বর, শুক্রবার বাজারে ছাড়া হবে ‘আইফোন ৫'৷ সহজ করে বললে, সাধারণ মানুষ এই দিনটিতে ফোনটি হাতে পাবে৷ হয়েছেও তাই৷ সময়ের বিবেচনায় এগিয়ে থাকায় অস্ট্রেলিয়ানরা সবার আগে হাতে পেয়েছে ‘আইফোন ৫'৷ সেখানে অ্যাপল স্টোরের সামনে বৃহস্পতিবার দুপুর থেকেই লাইন ধরে অপেক্ষা করেছে আইফোন ভক্তরা৷
বিশ্বের আরো অনেক দেশের পরিস্থিতিও একই রকম৷ অ্যাপল স্টোরের সামনে রাতভর অপেক্ষা, আর সকালে বহু কাঙ্খিত ফোন সেটটি সঙ্গে নিয়ে খুশি মনে ঘরে ফেরা৷ হংকংয়ের পরিস্থিতি অবশ্য আরো সরেস৷ সেখানকার কালোবাজারিরা চড়া দামে আইফোন কিনার চেষ্টা করছেন ‘নতুন ক্রেতাদের' কাছ থেকে৷ মানে রাতভর যারা দাঁড়িয়ে থেকে আইফোন কিনেছে, তাদের কাছ থেকে প্রায় দেড়গুণ দামে সেগুলো কিনে নিচ্ছে কালোবাজারিরা৷ কারণ পরবর্তীতে নাকি সেগুলো বিকাবে দ্বিগুণ দামে!
ইন্টারনেটেও আইফোন বিকাচ্ছে ব্যাপক হারে৷ অ্যাপল জানিয়েছে, অনলাইনে এখন পর্যন্ত বিশ লাখ আইফোনের অর্ডার পেয়েছে তারা৷ বাজার বিশ্লেষকদের ধারণা, আগামী কয়েকদিনের মধ্যে এই ফোনটির এক কোটি কপি বিক্রি হবে৷ আর চলতি বছর শেষ হওয়ার আগেই সবমিলিয়ে পাঁচ কোটি আইফোন বিক্রি করবে অ্যাপল৷
এআই/জেডএইচ (এএফপি)