1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আওয়ামী লীগের টিকেট চান সাবেক আইজিপি শহীদুল

১৭ ফেব্রুয়ারি ২০২৩

আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিলে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবেন পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক৷ তবে বিএনপি থেকে তিনি মনোনয়ন চান না বলে জানিয়েছেন৷

https://p.dw.com/p/4NfRj
Bangladesch aus der Talkshow  "Khaled Muhiuddin Asks"
ছবি: DW

শুক্রবার ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়' টকশো-তে যোগ দিয়ে এ কথা বলেন তিনি৷ আলোচনার শেষ দিকে উপস্থাপকের প্রশ্নের জবাবে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, ‘‘আওয়ামী লীগ নমিনেশন দিলে নির্বাচন করব৷ ইচ্ছা আছে৷''

তবে বিএনপি থেকে মনোনয়ন চান না বলে জানিয়েছেন তিনি৷

অনুষ্ঠানে এবারের আলোচনার বিষয় ছিল ‘নির্বাচনকেন্দ্রিক নিয়োগ ও কূটনীতি'৷ অনুষ্ঠানটিতে আরো অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল৷

আলোচনার শুরুতে পুলিশ কতটা সরকারের কথা শুনে চলে, সে প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, ‘‘সরকার দেশ চালাবে৷ আর রাষ্ট্রের কর্মচারীরা সরকারের কথা শুনবে৷ এটাই নিয়ম৷ এখানে পুলিশকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না৷''

তবে পুলিশ তার নিয়মের মধ্যেই মূলত চলে বলে মন্তব্য করেন তিনি৷

‘‘পুলিশ চলে পুলিশ অ্যাক্ট ১৮৬১-এর মাধ্যমে৷ পুলিশ কারো নির্দেশনার জন্য অপেক্ষা করেনা৷ বিশেষ পরিবস্থিতিতে তারা সরকারের নির্দেশে কাজ করে৷ সেক্ষেত্রে তারা তাদের আইনের মধ্যে থেকেই কাজ করে,'' বলেন শহীদুল৷

শহীদুল মনে করেন সরকার পুলিশে তাদের অনুগত লোক চাইবে এটাই স্বাভাবিক৷ তিনি বলেন, ‘‘বাংলাদেশে অনেক গোয়েন্দা সংস্থা আছে৷ কে কোন মতাদর্শে তা জানতে তেমন কোন ভুল হয় না৷ সরকার তাদের ‘লয়াল' লোকই চাইবে৷ এটা নতুন কিছু নয়৷''

পুলিশ সরকারের অনুগত থাকলে প্রশ্নাতীত নির্বাচন করা সম্ভব কি না জানতে চাইলে অবশ্য শহীদুল বলেন, ‘‘পুলিশে যারা আছেন তার ৩০ পারসেন্টও আওয়ামী লীগের নয়৷''

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘‘নির্বাচনকালীন পুলিশ বা প্রশাসনে বদলির সঙ্গে নির্বাচন অনুষ্ঠানের সম্পর্ক আছে৷''

তিনি মনে করেন, নির্বাচনে প্রভাব রাখতেই এমন বদলি করা হয়৷

‘‘বদলির সঙ্গে নির্বাচনের সঙ্গে সম্পর্ক আছে, তাতে কোন সন্দেহ নাই,'' বলেন তিনি৷ ‘‘বিরোধী দলকে দমনের ক্ষেত্রে যারা নির্দয় ভুমিকা রাখে, তাদের সরকার পুরস্কৃত করে৷''

এছাড়া পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতে জনগণ ভয় পায় বলেও মনে করেন তিনি৷

জেডএ/এআই