1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাজেট নির্মান

১৯ মে ২০১২

শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদ বা এনইসি'র নির্বাহী সভায় থাকছে বাজেটের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি'কে অনুমোদ দেয়ার বিষয়টি৷ জানা গেছে, এবারের এডিপি'র আকার হবে ৫৪,০০০ কোটি টাকা৷

https://p.dw.com/p/14xpi
ছবি: DW

এবারের এডিপি চূড়ান্ত করার আগে বিভিন্ন মন্ত্রণালয় থেকে তাদের উন্নয়ন চাহিদা নেয়া হয়েছে৷ আর যে চাহিদা পাওয়া গেছে, তাতে এডিপি হওয়া দরকার ৬০,০০০ কোটি টাকার৷ কিন্তু শেষ পর্যন্ত এডিপি ৫৪,৩০০ কোটি টাকার হচ্ছে বলে জানা গেছে৷ এর মধ্যে নিজস্ব অর্থায়ন ৩২,৮০০ কোটি টাকা আর ২১,৫০০ কোটি টাকা বিদেশি উন্নয়ন সহযোগীদের কাছ থেকে পাওয়া যাবে৷

পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম জানিয়েছেন, এবারেও সর্বোচ্চ অগ্রাধিকার খাত বিদ্যুৎ ও জ্বালানি৷ দ্বিতীয় স্থানে পরিবহণ এবং তৃতীয় অবস্থানে থাকছে শিক্ষা ও ধর্ম৷ তবে স্থানীয় পর্যায়ের উন্নয়ন সহায়তা নামে আলাদা নতুন একটি খাত থাকছে৷ আর সেই খাতে বরাদ্দ দেয়া হবে ১৫১৭ কোটি টাকা৷ পল্লি এলাকার অবকাঠামো উন্নয়ন খাতে ঐ অর্থ ব্যয় করা হবে৷

Spanien Bankia
ছবি: dapd

এডিপি'তে মোট ১৭টি খাতে মোট ১৪৩৭টি প্রকল্প থাকছে৷ এর মধ্যে নতুন প্রকল্প ২৮০টি৷ ড. শামসুল আলম জানান, এবার আগ্রাধিকার খাত হিসেবে বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্পেও বরাদ্দ রাখা হচ্ছে৷

কখনোই এডিপি পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়না৷ এজন্য দক্ষতা এবং সুষ্ঠু পরিকল্পনার অভাবকে দায়ী করা হয়৷ আর বিদেশি অর্থের পুরোটা পাওয়া যায়না৷ তারপরও চলতি বাজেটের তুলনায় আসছে বাজেটে এডিপি'র আকার ৩২ভাগ বেশি হওয়ার কোনো যুক্তি আছে কিনা জানতে চাইলে ড. শামসুল আলম বলেন, বাস্তবতার নিরিখেই এডিপি'র বরাদ্দ বাড়ানো হচ্ছে৷

অনেক সমালোচনা থাকলেও এডিপি'তে এবারো থোক বরাদ্দ থাকছে৷ যার পরিমাণ ১৭৪০ কোটি টাকা৷ জানা গেছে, এবার এডিপি বাস্তবায়ন মনিটরিং করার জন্য একটি টাস্কফোর্স গঠন করা হবে৷ আর এ সবকিছুই আজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি'র নির্বাহী সভায় পাশ হওয়ার কথা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য