‘আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ছাড় দিবে’
২৩ ডিসেম্বর ২০২২নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হতে পারে বলেও মনে করেন তিনি৷
ইউটিউবে সাপ্তাহিক টকশো ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দিন জানতে চায়' অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি৷
দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধি কি চালু করা উচিত এমন প্রশ্ন রেখে চলতি সপ্তাহের টকশোটির আয়োজন করা হয়৷
অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে আরো ছিলেন কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স৷
আগামী নির্বাচন কেমন হতে পারে এমন প্রশ্নের জবাবে আন্দালিব রহমান পার্থ বলেন, ‘‘এখনো অনেক সময় বাকি আছে৷ রাজনীতি প্রতিদিন সাংঘাতিকভাবে পরিবর্তিত হয়৷ কিছুদিন আগে কথা হচ্ছিল বিএনপি নেই, বিএনপি নেই৷ গত তিনমাস পর এখন দেখা যাচ্ছে বিএনপি আছে৷''
তিনি বলেন, ‘‘এখন থেকে অনুমান করা কঠিন৷ তবে আমার কাছে মনে হয়, ২০১৪-এর মত হবে না৷ অ্যামেরিকার ইন্টারেস্ট বাংলাদেশের উপর অনেক বেশি৷ পুরো ওয়েস্ট, এবং স্যাংশন সবকিছু মিলিয়ে... আমার বিশ্বাস একটা নেগোশিয়েসন প্রসেস শুরু হবে জানুয়ারি মাসে৷ যেখানে আওয়ামী লীগও, যেহেতু আওয়ামী লীগ ইজ অ্যা পলিটিক্যাল পার্টি৷ যে যতই বলুক না কেন, সবচেয়ে পুরোনো পলিটিক্যাল পার্টি, আওয়ামী লীগও একটু ছাড়ের জায়গায় আসবে৷
তিনি বলেন ‘‘ঐ ছাড়ের উপর ভিত্তি করে তখন বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো, তারাও এটাকে কনসিডার করবে, নির্বাচনে যাওয়ার দিকে৷’’
তবে তিনি আশঙ্কা করে বলেন ‘‘এই নেগোশিয়েন ফেইল করলে, ঐ ইলেকশন করাটা আওয়ামী লীগের জন্য সহজ হবে না৷’’
এ বিষয়ে কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘‘এখন এটাকে প্রেডিক্ট করা কঠিন৷ তারপরও সহজে যেটা বুঝি যে, দেশি বিদেশি কূটনৈতিক ও অন্য মহলদের যে তৎপরতা, এমনকি দেশের মধ্যে যারা এমনকি লুটপাটকারীরা তারাও, তাদের সো কল্ড একটা স্থিতিশীলতা চাইবে৷ এইজন্য তারা চেষ্টা করবে, যে এই দ্বি-দলীয় ধারায় যাতে থাকে এবং তার মধ্যে একটা সমঝোতা করে যদি হয়...৷ ’’
তিনি আরো বলেন, ‘‘সেটা যদি না হয়, বাংলাদেশে তো আমরা আরো নানা ধরনের ঘটনা দেখেছি৷ অরাজনৈতিক ঘটনা, নানা বিষয়গুলো আছে৷ কোনো সম্ভাবনাকেই এখন উড়িয়ে দেওয়া যায় না৷’’
এদিকে, বাংলাদেশে পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার প্রস্তাবনার বিষয়ে প্রিন্স বলেন, ‘‘আমাদের দেশগুলোতে যা বাস্তবতা সেখানে এধরনের প্র্যাকটিসগুলোকে পজেটিভ হিসেবে দেখি৷’’
তারা আরো বলেন, ‘‘তবে এমন প্রস্তাবনা দিয়েছে তাদের দল ও অ্যনান্য জায়গায় এমন আচরণের চর্চা করছে কি না সেটি দেখার ব্যাপার৷'' মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হলে এটিও দেখতে হবে বলে মত তার৷
একই প্রশ্নের জবাবে আন্দালিব রহমান পার্থ জানান, রাজতন্ত্র যেন না বানানো যায় সেখান থেকেই মূলত এমন ধারণা চর্চা করা হয়৷ সরকার প্রধান কতোটা ভালো হবে তা নির্ভর করে মাইন্ডসেটের উপর৷
তার মতে , প্রস্তাবনাটি ভাল৷ তবে এর মাধ্যম যে সব খারাপকে ঠেকানো যাবে তা নয়৷ এর সাথে জড়িত আরো নানা দিকের উন্নয়ন ঘটাতে পারলে কাঙ্খিত ফল পাওয়া যাবে৷
আরআর/এআই