1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ

১৫ ডিসেম্বর ২০১২

যুক্তরাষ্ট্রের কানেটিকাটের স্কুলে গোলাগুলির ঘটনার পর একটি যথার্থ পদক্ষেপের আহ্বান জানালেন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ ওই ঘটনায় এখন পর্যন্ত মোট ২৭ জনের প্রাণহানি হয়েছে৷ এদিকে একই রকম ঘটনার খবর জানা গেলো জার্মানিতেও৷

https://p.dw.com/p/1736w
epa03508877 This is a general scene outside the Sandy Hook Elementary School following a shooting inside the school in Newtown, Connecticut, USA 14 December 2012. Multiple deaths were reported in a shooting at a US elementary school in Connecticut. Reports state that said 27 people were dead, including 14 children. President Barack Obama had been informed and was getting regular updates on the situation, the White House said. A person believed to be the shooter was among the dead, the Hartford Courant newspaper reported. The school principal and a school psychiatrist were also killed, media reports state. EPA/JEFF SPOONER +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

মোট ২০ জন শিশু আর ছয় জন পূর্ণবয়স্ক মানুষ৷ তার সঙ্গে ঘাতক নিজে৷ কানেটিকাটের গোলাগুলির ঘটনায় প্রাণহানির সংক্ষিপ্ত বিবরণ এটি৷ মাত্র ২০ বছরের অ্যাডাম লান্জার হাতে একে একে ২৬ টি মানুষ প্রাণ দিলো৷ নিহতদের মধ্যে স্কুলের প্রিন্সিপালও রয়েছেন৷ কর্তৃপক্ষ জানিয়েছে, স্যান্ডি হুক প্রাথমিক বিদ্যালয়ে মূলত ৫ থেকে ১০ বছরের বাচ্চারা পড়তে আসে৷ জীবনের শুরুতেই এই পৃথিবীর বিভীষিকাময় চিত্রটি প্রত্যক্ষ করে ফেললো এই ছোট্ট শিশুগুলো৷

মার্কিনিরা বন্দুক ভালোবাসে, তাই তাদের প্রতি ঘরে ঘরেই বন্দুক দেখা যায়৷ বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র যোগানদাতাও তারা৷ কিন্তু সেই বন্দুকই তাদের প্রাণ কেড়ে নিচ্ছে প্রতি বছর৷ কিন্তু এতো প্রাণহানি সত্ত্বেও যেন বলবার কেউ নেই৷ মার্কিন যুক্তরাষ্ট্রে গান কন্ট্রোলিং এর কথা বলার মতো হিম্মত এখন পর্যন্ত কোন রাজনীতিকের হয়নি৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও এখন পর্যন্ত মুখ ফুটে বন্দুক রাখার ওপর নিয়ন্ত্রণ আরোপের কথা বলতে পারেন নি৷ তবে শুক্রবার তাঁর বক্তব্যে প্রায় সেই সুর শোনা গেছে৷ এই নির্মম ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে ওবামা বলেন, সময় এসেছে রাজনীতি বাদ দিয়ে একটি যথার্থ পদক্ষেপ নেওয়ার যাতে করে এই ধরণের ঘটনা আর না ঘটে৷'' বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট সরাসরি ‘আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ' শব্দগুলো উচ্চারণ না করলেও সেটিই বুঝিয়েছেন৷

NEWTOWN, CT - DECEMBER 14: Connecticut State Police walk near the scene of an elementary school shooting on December 14, 2012 in Newtown, Connecticut. According to reports, there are more than 20 dead, most children, after a gunman opened fire in at the Sandy Hook Elementary School. The shooter was also killed. (Photo by Douglas Healey/Getty Images)
ছবি: Getty Images

তবে নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ আরও একধাপ এগিয়ে বলেছেন, ‘‘অতীতে আমরা অনেক কথাই শুনেছি৷ তবে হোয়াইট হাউস কিংবা কংগ্রেস কারও কাছ থেকেই সত্যিকার কিছু দেখিনি৷ এটার সমাপ্তি ঘটা প্রয়োজন৷'' তিনি চান, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে এবার প্রেসিডেন্ট আইনসভায় বিল তুলুক৷ এদিকে বারাক ওবামার বক্তব্যের পর প্রায় দুইশ মানুষ হোয়াইট হাউজের সামনে দাবি নিয়ে সমবেত হয়৷ তারা দাবি জানায় আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনের৷

এদিকে জার্মানিতেও এই ধরণের গোলাগুলির খবর পাওয়া গেছে৷ কুয়েডলিংবুর্গের একটি বাসাতে ছেলের গুলিতে প্রাণ হারিয়েছেন তার ৭২ বছরের পিতা আর তার ৬০ বছরের বান্ধবী৷ গুলিতে আহত আরেক ভাই কোনমতে প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ডিপিএ৷

আরআই/এএইচ (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য