আঙুলের হাড় দিয়ে মানবজাতির নতুন পূর্বপুরুষ আবিষ্কার
২৩ ডিসেম্বর ২০১০বিজ্ঞানীরা শুধুমাত্র একটি আঙুলের হাড় ও একটি আক্কেল দাঁত ব্যবহার করে ডেনিসোভান হিসেবে পরিচিত সম্প্রদায়ের গোটা জিন কাঠামোটি শনাক্ত করতে সক্ষম হন৷
আঙুলের হাড় ও আক্কেল দাঁত পাওয়া যায় দুই হাজার আট সালে সাইবেরিয়ার ডেনিসোভা গুহায়৷ জানা গেছে যে, প্রাপ্ত এই আঙুলের হাড় ও আক্কেল দাঁত হল হোমিনিড প্রজাতির এক মেয়ের৷ নিয়ানডারথালদের মত ডেনিসোভানরা অবশ্য আধুনিক ইউরোএশীয়দের জিন কাঠামোয় কোনঅবদান রাখে নি৷ তবে পাপুয়া নিউগিনি ও অস্ট্রেলিয়ার উত্তর পূর্বাঞ্চলের দ্বীপপুঞ্জের অধিবাসীদের ডিএনএ'র বিশ ভাগের এক ভাগের সঙ্গে এদের ডিএনএ'র মিল আছে বলে উল্লেখ করা হচ্ছে৷ এতে এটাই মনে হয় যে, ডেনিসোভান ও মেলানেসিয়ানদের পূর্বপুরুষদের সঙ্কর প্রজনন ঘটেছিল৷ ব্রিটিশ সাময়িকী ‘নেচার'এ গবেষকরা এই তথ্য দিয়েছেন৷
গবেষণালব্ধ প্রতিবেদনের সহপ্রণেতা হলেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বাস্কিন ইঞ্জিনিয়ারিং স্কুলের বাইওমোলেকুলার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক৷ গবেষণাটি চালাচ্ছেন একটি আন্তর্জাতিক গবেষণা গোষ্ঠী - যার নেতৃত্ব দিচ্ছেন জার্মানির লাইপসিগ শহরের মাক্স-প্লাঙ্ক ইন্সটিটিউট এর এভোলিউশনারি আ্যানথ্রোপোলজির সাভান্টে পাবো৷ গবেষকদের বিশ্বাস, নিয়ানডারথাল ও ডেনিসোভানরা আফ্রিকা ছেড়ে চলে যায় প্রায় পাঁচ লাখ বছর আগে৷ নিয়ানডারথালরা মধ্যপ্রাচ্য ও ইউরোপে থিতু হয় এবং ডেনিসোভানরা পাড়ি জমায় পূর্ব দিকে৷ প্রায় ৫০ হাজার বছর আগে তারা যখন এশিয়ার দক্ষিণ উপকূলের দিকে সরে যেতে থাকে তখন অন্য মানবদের সঙ্গে তাদের প্রজনন ঘটেছিল ৷ হার্ভার্ড মেডিকেল স্কুলের জিন বিশেষজ্ঞ ডেভিড রিচ বলেন, ডেনিসোভানরা সম্ভবত এশিয়ায় এসেছে সাইবেরিয়া থেকে৷
বিজ্ঞানীরা বিগত বহু বছর ধরে এই অনুমানই করে এসেছেন যে, বিভিন্ন মানব প্রজাতি বসবাস করেছে দশ লাখ বছর ধরে৷ বৃহস্পতিবারের গবেষণা সমীক্ষা থেকে এই প্রমাণই পাওয়া গেল যে, আধুনিক আদলের আরও প্রজাতি হয়ত ছিল৷ তবে তাদের আবিষ্কার করা বাকি আছে৷
প্রতিবেদন: আবদুস সাত্তার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক