1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আজিম প্রেমজি’র সমাজ কল্যাণ ফাউন্ডেশন

২৬ ডিসেম্বর ২০১০

ভারতের সফটওয়ার টাইকুন আজিম প্রেমজি উইপ্রো’র দুশো কোটি ডলারের শেয়ার সমাজ কল্যাণ প্রকল্পে কাজে লাগানোর যে-ঘোষণা করেছেন তার বিশেষ উল্লেখ করেছে জার্মানভাষী সুইস পত্রিকা৷

https://p.dw.com/p/zprt
আজিম প্রেমজিছবি: UNI

উইপ্রো-খ্যাত ভারতীয় সফটওয়ার ধনকুবের আজিম প্রেমজি এই শেয়ার তুলে দেবেন তাঁর সমাজ কল্যাণমুখী আজিম প্রেমজি ফাউন্ডেশনের হাতে৷ লক্ষ্য, ভারতের গ্রামীণ এলাকার দুর্বল রাষ্ট্রীয় স্কুল ব্যবস্থার উন্নয়ন ঘটানো৷

সুইজারল্যান্ডের জ্যুরিখ শহর থেকে প্রকাশিত জার্মানভাষী দৈনিক নয় স্যুরশার সাইটুং লিখছে :

প্রেমজি'র এই সদাচার দেশের ইতিহাসে সহৃদয়তার উজ্জ্বলতম এক নজির৷ এ ব্যাপারে সাধারণ মানুষের প্রতিক্রিয়া দারুণ৷ ভাষ্যকারদের কেউ কেউ এমন আশা প্রকাশ করেন যে আইটি খাতের এই ম্যাগনেট অন্যান্য বিলিওনেয়ারদের জন্য মডেল হয়ে উঠতে পারেন৷ ভারতের মিডিয়া মহলকে অতীতে বারবার লজ্জার সঙ্গেই এটা দেখতে হয়েছে যে বিল ও মেলিন্ডা গেটস-এর মত বিদেশী সব ফাউন্ডেশনই উপমহাদেশে অপেক্ষাকৃত বেশি সক্রিয়৷ কিন্তু ভারতীয় ধনপতিরা দেশের দরিদ্র মানুষদের জন্য তেমন কিছুই করছেন না৷

ধনী আর দরিদ্রের মধ্যকার ফারাকের দিকে দৃষ্টি আকর্ষণ করে সুইস দৈনিক নয় স্যুরশার সাইটুং আরও লিখছে :

ভারতের একশো জন সবচেয়ে বেশি ধনী ব্যক্তির হাতে আছে ৩০০ বিলিয়ন ডলারের ধনসম্পদ৷ অন্যদিকে জনসংখ্যার অর্ধাংশই এখনও দারিদ্র্যসীমার নীচে দিন গুজরান করে৷ গত জুন মাসে মার্কিন ব্যবসায়ী ও মানবহিতৈষী বিল গেটস ও ওয়ারেন বাফেট একটি উদ্যোগ গ্রহণ করেছেন৷ এই উদ্যোগের লক্ষ্য হলো সমাজ কল্যাণের কাজে অর্থ দানের ব্যাপারে ধনকুবেরদের প্রণোদিত করা৷ ৪০ বিলিয়ন ডলারেরও বেশি ইতোমধ্যে তাঁরা সংগ্রহ করেছেন৷ আসছে বছর তাঁদের ভারত সফরের পরিকল্পনা রয়েছে৷ তখন বোঝা যাবে প্রেমজি'কে সত্যিসত্যিই মডেল হিসেবে দেখা যাবে কিনা৷

ভাষান্তর: আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা: দেবারতি গুহ