1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আজীবন সম্মাননা পেলেন সুজেয় শ্যাম

১৪ ডিসেম্বর ২০১১

স্বাধীন বাংলাদেশে প্রচারিত প্রথম গান ‘বিজয় নিশান উড়ছে ঐ’ - যেটি সুর করেছিলেন সুজেয় শ্যাম৷ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই সুরকারকে আজীবন সম্মাননা দেয়ার ঘোষণা দিয়েছে ‘চ্যানেল আই’ ও মোবাইল অপারেটর ‘রবি’৷

https://p.dw.com/p/13SMH
ছবি: Fotolia/U.P.images

শুক্রবার বিজয় দিবসে সুজেয় শ্যামের হাতে পুরস্কার তুলে দেয়া হবে বলে আজ এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে৷ সেখানে উপস্থিত সুজেয় শ্যাম বলেন, ‘আমি মনে করি, আমার মাধ্যমে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সমস্ত শিল্পী সম্মানিত হয়েছে৷'

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গিয়ে সুজেয় শ্যাম শুনতে পান যে, বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং তাঁকে তখনই বিজয়ের গান তৈরি করতে হবে৷ গীতিকার, শব্দসৈনিক শহীদুল ইসলাম তাৎক্ষণিকভাবে লিখে ফেলেন একটি গান৷ এরপর চটজলদি তাতে সুরারোপ করে ফেলেন সুজেয় শ্যাম৷ সঙ্গে সঙ্গে রেকর্ড করা হয় সমবেত কন্ঠে৷ মূল কন্ঠ গায়ক ও সুরকার অজিত রায়ের৷ স্বাধীন বাংলাদেশের ইতিহাসের প্রথম গান হিসেবে প্রচারিত হয় ‘বিজয় নিশান উড়ছে ঐ'৷

Abkommen zwischen DW und Bangladesh Betar
২০১০ সালে বাংলাদেশ বেতারের সঙ্গে এফএম চুক্তি সই করে ডয়চে ভেলেছবি: Deutsche Botschaft/Dhaka

মুক্তি যুদ্ধকালে আরো গান করেছেন সুজেয় শ্যাম৷ তবে এই বিশেষ গানটির ব্যাপারে বেশ উচ্ছ্বসিত তিনি৷ বিজয় দিবসের এই গানটি তিনি তাঁর জীবনের সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য