‘আঞ্চলিক নই’
১৭ সেপ্টেম্বর ২০১২তাই ডর্টমুন্ডকে এবার হ্যোনেসের কথা মিথ্যা প্রমাণের পরীক্ষায় নামতে হচ্ছে৷ আগামীকাল মঙ্গলবার তারা ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শুরু করতে যাচ্ছে৷ ‘গ্রুপ ডি'র খেলায় তারা হল্যান্ডের আয়াক্স আমস্টারডামের বিরুদ্ধে খেলবে৷
১৯৯৭ সালে ডর্টমুন্ড ইউরোপের সেরার মুকুট জিতেছিল৷ সেটাই শেষ৷ এরপর তারা আর ভাল করতে পারেনি ডর্টমুন্ড৷ গত মৌসুমে বুন্ডেসলিগার সেরা হলেও চ্যাম্পিয়ন্স লিগে তারা গ্রুপ পর্বের শেষ স্থানটি পেয়েছিল৷
অন্যদিকে, বায়ার্নের আন্তর্জাতিক রেকর্ড বেশ সমৃদ্ধ৷ এ পর্যন্ত তারা চারবার ইউরোপের সেরা হয়েছে৷ আর রানার আপ হয়েছে পাঁচবার৷ এছাড়া বায়ার্ন জার্মান লিগের সেরা হয়েছে ২২ বার৷ সেখানে ডর্টমুন্ডের সাফল্য মাত্র আটবার৷
তবে যাই হোক, এখন পর্যন্ত বুন্ডেসলিগায় ভালো করছে ডর্টমুন্ড৷ শনিবার তারা ৩-০ গোলের জয় পেয়েছে বায়ার লেভারকুজেনের বিরুদ্ধে৷
এদিকে, চ্যাম্পিয়ন্স লিগে ‘গ্রুপ ডি'র আরেকটি ম্যাচও হবে মঙ্গলবার৷ সেটা রেয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটির মধ্যে৷ খেলাটা হবে স্পেনের মাদ্রিদে৷
তবে এই মুহূর্তে সময়টা ভাল যাচ্ছে না রেয়ালের৷ কেননা শনিবার স্প্যানিশ লিগের খেলায় তারা সেভিয়ার কাছে ১-০ গোলে হেরে গেছে৷ ফলে লিগের চার ম্যাচ থেকে মাত্র চার পয়েন্ট পেয়েছে তারা৷
অন্যদিকে ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগে এখনো পর্যন্ত অপরাজিত রয়েছে৷
চ্যাম্পিয়ন্স লিগ থেকে এবার বুন্ডেসলিগা প্রসঙ্গ৷ রবিবার দুটি ম্যাচ হয়েছে৷ একটিতে জিতেছে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট৷ তারা ৩-২ গোলে হারিয়েছে হামবুর্গকে৷ এর ফলে দুটি দলই পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে চলে গেছে৷ তবে পার্থক্য এই, ফ্রাঙ্কফুর্টের অবস্থান উপর থেকে দুই নম্বরে৷ আর হামবুর্গের অবস্থান তার উল্টো৷ অর্থাৎ তারা নীচ থেকে দুইয়ে রয়েছে৷
বুন্ডেসলিগার অন্য খেলায় ফ্রাইবুর্গ ৫-৩ গোলের জয় পেয়েছে হফেনহাইমের বিরুদ্ধে৷
জেডএইচ / এসবি (এএফপি, রয়টার্স)