চীনে সমকামীদের বিয়ে
২৯ মে ২০১৬চীনের এলজিবিটি সম্প্রদায়ের অধিকারের প্রতি সমাজের গ্রহণযোগ্যতা বাড়ানো এবং সমকামী বিয়ে যাতে বৈধ হয়, সেই প্রচারের জন্যই বিয়েটা করেছেন বলে জানিয়েছেন সদ্য বিবাহিত এই দম্পতি৷ দু'জনেই স্বীকার করেছেন তাঁদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ছিল এটি৷
চীনের হুনান প্রদেশে অন্তত ২০০ আত্মীয়-বন্ধুর উপস্থিতিতে তাঁরা আংটি বদল করেন৷ পুরো দেশের এলজিবিটি অধিকার কর্মীরা তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন৷
প্রায় এক মাস আগে নিজেদের ম্যারেজ সার্টিফিকেটের জন্য আদালতের দারস্থ হয়েছিলেন তাঁরা৷ কিন্তু আদালত তাঁদের আবেদন নাকচ করে দেন৷
তাই এই যুগল সিদ্ধান্ত নেন আইন অমান্য করেই বিয়েটা সেরে ফেলবেন৷ আর এ জন্য তাঁরা বেছে নেন আন্তর্জাতিক হোমোফোবিয়া এবং ট্রান্সফোবিয়া বিরোধী দিবসটিকে৷ ডয়চে ভেলের সাথে এক সাক্ষাৎকারে হু জানান, কর্তৃপক্ষ তাঁদের বিয়ে নিবন্ধ না করলেও চীনের এলজিবিটি সম্প্রদায় তাঁদের সাথে আছে এবং সাধারণ মানুষও একসময় তাঁদের পাশে এসে দাঁড়াবে বলে তার বিশ্বাস৷
চীনের আইন অনুযায়ী, একজন পুরুষ ও নারীই কেবল বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবেন৷ হু এবং সুন এরপরও আদালতে আবেদন করেছেন যেন তাঁদের বিয়ের বৈধতা দেয়া হয়৷ আদালত সম্প্রতি এই আবেদনের শুনানি করতে রাজি হয়েছে৷
ইউএনডিপি সম্প্রতি একটি প্রতিবেদনে জানিয়েছে, চীনে এলজিবিটি-র মাত্র পাঁচ শতাংশ তাঁদের পরিচয় জানান৷ বাকিরা সবাই গোপন করেন৷ কেননা সমাজ তাঁদের গ্রহণ করে না এবং তাঁরা সবক্ষেত্রেই বৈষম্যের শিকার হয়৷
হু এবং সুনের এই বিয়ে সমাজের এই বৈষম্য দূর করতে ভূমিকা রাখবে এমনটাই মনে করছেন অনেকে৷ চীনের গণমাধ্যমেও বড় করে ছাপা হয়েছে তাঁদের বিয়ের খবরটি৷