আদিবাসী ভাষা সংরক্ষণ
১০ সেপ্টেম্বর ২০১২পুরনো কোনো বন্ধু বা স্বজনের সঙ্গে দেখা হলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণরা নিজের অজান্তেই আলাপ জুড়ে দেন নিজেদের মাতৃভাষায়৷ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ প্রতিনিধিরা বলছেন, যেভাবেই হোক তাদের মাতৃভাষা যেন হারিয়ে না যায়৷ তা ধরে রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধও জানান তাঁরা৷
আর যারা নিজেদের ভাষা প্রতিষ্ঠার দাবি নিয়ে অনেকটা সময় পার করে এসেছেন তাঁরাও বললেন, কেন তাদের এই প্রচেষ্টা৷
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করা মনিপুরী ভাষা গবেষণা সংস্থার সভাপতি এ কে শেরাম বললেন, এখনই সংরক্ষণের উদ্যেগ না নিলে আর কিছুদিন পরই অনেকগুলো ভাষা হারিয়ে যাবে৷
আন্তর্জাতিক মাতৃভাষা ইনষ্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. জিনাত ইমতিয়াজ আলী বলেন, আমাদের নতুন প্রজন্মের স্বার্থেই ক্ষুদ্র জাতিসত্তার ভাষাগুলো টিকিয়ে রাখতে হবে৷ এর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও বলেন তিনি৷
প্রত্যেক ক্ষুদ্র নৃ-গোষ্ঠার রয়েছে নিজস্ব স্বকীয়তা৷ আর তা টিকিয়ে রাখার ওপরই জোর দিলেন এই সব ভাষার প্রতিনিধিরা৷
প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: জাহিদুল হক