‘আন্দাজ আপনা আপনা টু’-তে কন্ঠ দেবেন সাল্লুভাই
৩০ মে ২০১১১৯৯৪ সালের হিট ঐ ছবিটি পরিচালনা করেছিলেন রাজকুমার সন্তোষী৷ তবে এর দ্বিতীয় পর্বটি একটি কার্টুন ছবি হবে বলেই এখনও পর্যন্ত শোনা যাচ্ছে৷ এয়ারটেলের ‘টক টু মি' প্লাটফর্ম থেকে ৪৫ বছর বয়সি সালমান খান ভক্তদের সঙ্গে চ্যাটে বসে মজা করতে করতে বলেন, ‘‘হ্যাঁ, আমি আমির'এর নতুন ছবিতে আছি৷ তারই চেষ্টা করছে আমির৷ আন্দাজ আপনা আপনা...''৷
স্বাভাবিকভাবেই, প্রথম ‘আন্দাজ আপনা আপনা' ছবিটিতে জীবন্ত সব অ্যাকশন ছিল৷ কিন্তু এর দ্বিতীয় পর্বটি নাকি হবে একটি কার্টুন ছবি৷ আর এর আগের ছবিটিতে যাঁরা অভিনয় করেছিলেন, তাঁরাই কন্ঠ দেবেন চরিত্রগুলোতে৷
‘টক টু মি' প্লাটফর্ম থেকে ভক্তদের সঙ্গে ব্যক্তিগত এবং পেশাগত - দুটি বিষয় নিয়েই কথা বলেন সালমান খান৷ কার উৎসাহে দুই দশকের দীর্ঘ ক্যারিয়ার গড়ে তুলেছেন - ভক্তদের এই প্রশ্নের উত্তরে সাল্লু বলেন, ‘‘আমি যখন কোন কিছু করার কথা চিন্তা করি, তখন প্রথমেই আমি ভাবি, আপনারা কেমনভাবে এটি গ্রহণ করবেন৷ আমি অনুভব করি যে, এটি আমার নৈতিক দায়িত্ব৷ আর তখনই আমি আমার সমস্ত ইচ্ছাশক্তি ফিরে পাই এবং কাজ শুরু করি৷''
অবশ্য ঐ আলোচনায় উঠে আসে সবচেয়ে মূল্যবান প্রশ্নটিও৷ ভক্তের প্রশ্ন - কবে বিয়ে করবেন সালমান খান ? উল্টে বলিউড স্টারের উত্তর, ভক্তটি বিয়ে করার ঠিক দুইদিন পরেই বিয়ে করবেন তিনিও৷
প্রতিবেদন: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: দেবারতি গুহ