আপাদমস্তক সবুজ ফুটবল দল
ইউরোপের ফুটবল দলগুলোর নানা বদান্যতা, নানা ইস্যুতে সোচ্চার হওয়ার ইতিহাস পুরানো৷ তবে পরিবেশ বাঁচাও আন্দোলন করছে এমন দল একটিই৷ ইংলিশ ফুটবল ক্লাব ফরেস্ট গ্রিন রোভার্সের সবুজ আন্দোলনে আপনি বিমোহিত হবেন নিশ্চিত৷
প্রকৃতির সন্তান ফরেস্ট গ্রিন রোভার্স
লন্ডন থেকে ১০৭ মাইল দূরে নেইলসওয়ার্থের ক্লাব ফরেস্ট গ্রিন রোভার্স প্রতিষ্ঠিত হয় ১৮৮৯ সালে৷ ইংল্যান্ডের অন্যতম পুরাতন ক্লাবটিকে জাতীয় পর্যায় পর্যন্ত আসতে অপেক্ষা করতে হয় ১৯৯৭-৯৮ সাল পর্যন্ত। সে বছর প্রথম কনফারেন্স ন্যাশনাল লিগে প্রমোশন পায় রোভার্স৷ এরপর নানা চড়াই পেরিয়ে ভালো খেলছে দলটি৷ এ অবদান চেয়ারম্যান ডেল ভাইন্স ও তাঁর পরিবেশবান্ধব নীতির৷ নিজের দলকে প্রকৃ্তির সন্তান করে গড়ে তুলেছেন তিনি৷
পরিবেশবান্ধব ফুটবল মাঠ
স্টেডিয়ামে ব্যবহার করা হয় সৌর বিদ্যুৎ৷ মাঠ পরিচর্যার জন্য স্বয়ংক্রিয় ঘাস কাটার যন্ত্রটিও চলে এই সৌর বিদ্যুতে৷ ফরেস্ট গ্রিন রোভার্স পৃথিবীর প্রথম ক্লাব, যারা অরগানিক পিচ স্থাপন করেছে মাঠে৷ স্টেডিয়ামের বাইরে ইলেকট্রনিক গাড়ি চার্জিংয়ের জন্য আলাদা স্টেশন আছে৷
নিরামিষ দল!
স্বাভাবিকভাবেই ফুটবল খেলোয়াড়সহ যে কোনো খেলোয়াড় প্রচুর আমিষ খাবে৷ কিন্তু আপনি ফরেস্ট গ্রিন ক্লাবের সদস্য হলে খুবই নির্ধারিত আমিষ খাওয়ার অনুমতি মিলবে৷ এখানে গরু, ভেড়া, মহিষ ইত্যাদি, অর্থাৎ ‘রেড মিট’ নিষিদ্ধ৷ মুরগি খাওয়া যাবে, তবে সেটা ফার্মে বড় হতে পারবে না৷ আর চাষের মাছ খাওয়া যাবে না৷ নদী, খাল, বিলের মাছ ছাড়া মাছও নিষিদ্ধ৷ নতুবা নিরামিষই শেষ আশ্রয়৷ দলের অনেকেই এখন আপাদমস্তক নিরামিষভোজী হয়ে গেছেন৷
নিরামিষভোজী দর্শক!
এখানে খেলা দেখতে এসে দর্শককেও নিরামিষভোজী হতে হবে নিশ্চিত৷ এখানে ওয়াইন এবং বিয়ার নিষিদ্ধ৷ চা খেতে হলে পাবেন ওটের দুধ কিংবা সয়া দিয়ে চা৷ মাংস জাতীয় খাবার খুঁজলে দর্শকদের ধরিয়ে দেওয়া হয় মাংসের অপকারিতা ও পরিবেশ বিষয়ক লিফলেট৷ এখানে মটরশুঁটির পাই পাবেন নিয়মিত৷
সবুজের স্বীকৃ্তি
২০১৫ সালের অক্টোবরে ফরেস্ট গ্রিন ক্লাব পৃথিবীর প্রথম নিরামিষভোজী ক্লাবের স্বীকৃতি পায়৷ ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে সবুজ ফুটবল দলের স্বীকৃ্তিও মিলেছে এই দলের৷ চলতি বছর জাতিসংঘের ‘মোমেন্টাম ফর চেঞ্জের’ ক্লাইমেট অ্যাকশন পুরস্কার পেয়েছে দলটি৷
ফিফার স্বীকৃ্তি
রোভার্সের ঐতিহাসিক অর্জনের স্বীকৃতিস্বরূপ ইলেক্ট্রনিক্স আর্টস ফিফা-১৮ তে রোভার্সের সব খেলোয়াড়কে রিয়েল লাইফ ফেস ক্যাপচার করার ঘোষণা দিয়েছে৷ ইউরোপের টপ লীগের বাইরে রোভার্সই একমাত্র ক্লাব, যারা এরকম মর্যাদা পাচ্ছে৷