আফগানদের দেশে ফিরতে বাধ্য করছে ইরান
১৪ নভেম্বর ২০২১আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম বলছে, এ বছর ১০ লাখের বেশি আফগানকে ইরান থেকে দেশে পাঠানো হয়েছে৷ অক্টোবরের ২১ থেকে ২৭ তারিখের মধ্যে ২৮ হাজার ১১৫ জন আফগান দেশে ফিরেছেন বলে জানিয়েছে তারা৷
আগস্টের মাঝামাঝি তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর আন্তর্জাতিক সংস্থাগুলো সে দেশে ঠিকমতো কাজ করতে পারছে না৷ ফলে আফগানিস্তানে দুর্ভিক্ষের পরিস্থিতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে৷ এই অবস্থায় আরও আফগান দেশে ফেরায় উদ্বেগ প্রকাশ করেছেন ত্রাণকর্মীরা৷
জাতিসংঘে ইরানের দূত মজিদ তাখত গতমাসে বলেছিলেন, নতুন কোনো আন্তর্জাতিক সহায়তা ছাড়াই তারা আফগান শরণার্থীদের দেখাশোনা করছেন৷ ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ভাহিদি গতমাসে ইরানে আর না যেতে আফগানদের প্রতি আহ্বান জানিয়েছিলেন৷ কারণ হিসেবে তিনি ‘ধারণক্ষমতা সীমিত' বলে জানিয়েছিলেন৷
ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনৈতিক অবস্থা সংকটে আছে৷ এই অবস্থায় আফগানদের দেখাশোনা করা ইরানের জন্য কঠিন হয়ে পড়েছে৷
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বলছে, ২০২০ সালে ইরান ৩৪ লাখের বেশি আফগানকে আশ্রয় দিয়েছে৷ এর মধ্যে শরণার্থীর সংখ্যা প্রায় আট লাখ৷ এছাড়া ২০ লাখের বেশি আফগান অভিবাসী ছিল যাদের তথ্য নথিভুক্ত করা নেই৷
বার্তা সংস্থা এএফপি ইরান-আফগানিস্তান সীমান্ত ও নিকটবর্তী হেরাত শহরে ইরান থেকে ফেরা ২০ জন আফগান নাগরিকের সঙ্গে কথা বলেছে৷ তারা অভিযোগ করেছে, যাদের দেশে ফেরার টাকা নেই তাদের বিভিন্ন কেন্দ্রে আটক করে রাখে ইরানি কর্তৃপক্ষ৷ অনেকসময় মারধর করা হয় বলেও তারা অভিযোগ করেছে৷ এছাড়া আটক কেন্দ্রের খারাপ অবস্থার ছবি যেন কেউ তুলতে না পারে সেজন্য মোবাইলও নিয়ে নেয়ার অভিযোগ করেছেন কেউ কেউ৷ তবে এসব অভিযোগের বিষয়ে নিশ্চিত হতে পারেনি এএফপি৷ জাতিসংঘের সংস্থাগুলোও এ ব্যাপারে মন্তব্য করতে চায়নি৷
জেডএইচ/কেএম (এএফপি)