আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা
২২ এপ্রিল ২০১৮দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরো বার্তা সংস্থা এপি-কে জানিয়েছেন, আরো ৫৪ জন এই হামলায় আহত হয়েছেন৷ কাবুল পুলিশ প্রধান জেনারেল দাউদ আমিন বলেছেন যে, জাতীয় পরিচয়পত্র সংগ্রহের জন্য জড়ো হওয়া সরকারি এক ভবনের প্রবেশপথে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকে লক্ষ্য করে এই বোমা হামলা করা হয়৷
এছাড়া আশেপাশের বেশ কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে৷
নিকটবর্তী হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসার জন্য নেয়া হয়৷ স্থানীয় টিভি চ্যানেলগুলোর ফুটেজে দেখা যায়, আহতদের শতাধিক আত্মীয়-পরিজন হাসপাতালগুলোতে জড়ো হয়েছেন৷
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস-এর বার্তা সংস্থা আমাক নিউজ এজেন্সি হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে৷ তারা বলেছে যে, শিয়া ‘মুরতাদ'-দের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে৷
আগামী অক্টোবরে সংসদীয় নির্বাচন হবার কথা রয়েছে আফগানিস্তানে৷ এরপর ২০১৯ সালে প্রেসিডেন্ট নির্বাচন৷ ভোটার নিবন্ধন শুরু হয়েছে এ মাসেই৷
কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহেও দেশটির দু'টি রাজ্যের তিনজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ তারাও ভোটার নিবন্ধন কাজে নিরাপত্তার দায়িত্বে ছিলেন৷
গত কয়েকবছরে আইএসের সমর্থনকারীদের ও তালেবানদের হামলা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না আফগান নিরাপত্তা বাহিনী৷ তালেবানদের মূল লক্ষ্য সরকার ও নিরাপত্তা বাহিনী, এবং আইএসের লক্ষ্য শিয়া সম্প্রদায়৷ উভয় পক্ষই আফগানিস্তানে গণতান্ত্রিক নির্বাচনের বিরোধী৷
রোববার এছাড়াও দেশটির উত্তরের বাগলান রাজ্যের রাজধানী পুলি খোমরিতে বোমা হামলা হয়েছে৷ সেখানে পাঁচজন নিহত ও চারজন আহত হয়েছেন৷
এদিকে, শনিবার উত্তরের আরেক রাজ্য বালখে জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা মারা গেছেন৷ তবে পুলিশ জানিয়েছে বন্দুকযুদ্ধ এখনো চলছে৷ বেশ কয়েকজন জঙ্গিও মারা গেছে৷
জেডএ/ডিজি (এপি)