আফগানিস্তানে আত্মঘাতী হামলা: পুলিশ কমান্ডার, জার্মান সেনা নিহত
২৯ মে ২০১১তালেবান এই হামলার দায়িত্ব স্বীকার করেছে৷
হামলার বিস্তারিত
হামলা হয়েছে তাখার প্রদেশের গভর্নরের কার্যালয়ে৷ এই প্রদেশটি সমস্যাসঙ্কুল কুন্দুজ প্রদেশের পাশে অবস্থিত৷ একজন আত্মঘাতী সামরিক পোশাক পরে গভর্নর কার্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন৷ বৈঠক শেষে যখন সবাই বের হচ্ছিল তখনই বোমার বিস্ফোরণ ঘটে৷ এতে নিহত হয়েছেন মোট ছয়জন৷ আর আহত ১২ জন৷ এর মধ্যে তিন জার্মান সেনা রয়েছেন৷ তবে অল্প আঘাত পেয়ে বেঁচে গেছেন উত্তর আফগানিস্তানে দায়িত্বপ্রাপ্ত ন্যাটোর কমান্ডার জার্মান জেনারেল মার্কুস ক্নাইপ ও তাখার প্রদেশের গভর্নর আব্দুল জব্বার তাকওয়া৷
কেন তালেবানের লক্ষ্য হলেন দাউদ
কারণ একসময় তিনি তালেবানের বিরুদ্ধে লড়তে গঠিত সংগঠন ‘নর্দান এলায়েন্স'এর কমান্ডার ছিলেন৷ এছাড়া যখন তিনি দেশটির প্রধান মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন তখন তিনি বলেছিলেন মাদক ব্যবসায়ীদের সঙ্গে মিশে তালেবান গোষ্ঠী অপিয়াম ব্যবসায় লাভ করছে৷ ব্রিটিশদের চোখে জেনারেল দাউদ ছিলেন আফগানিস্তানের সবচেয়ে দুর্নীতিমুক্ত একজন লোক৷ সেজন্য তাঁকে একবার তাখার প্রদেশের গভর্নরও বানানো হয়েছিল৷ এছাড়া তিনি ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন৷ অর্থাৎ পশ্চিমা বিশ্বের কাছে তিনি বেশ পরিচিত এক ব্যক্তি ছিলেন৷ তালেবান তাঁকে লক্ষ্য বানানোর এটাও একটা কারণ৷ কেননা যুক্তরাষ্ট্রের হাতে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর থেকে তালেবান তার প্রতিশোধ হিসেবে গত কদিনে বড় বড় হামলা চালিয়েছে৷
জার্মান সরকারের প্রতিক্রিয়া
জার্মান প্রতিরক্ষামন্ত্রী থমাস ডে মাইৎসিয়েরে নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন৷ আর আফগানিস্তানে জার্মান সেনাদের সমর্থন যোগাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: রিয়াজুল ইসলাম