আফগানিস্তানে ফের খুন সাংবাদিক
২২ ডিসেম্বর ২০২০আফগানিস্তানে খুন হলেন আরো এক সাংবাদিক। বাড়ি সামনেই তাঁকে গুলি করে হত্যা করা হয়। আক্রমণকারীরা বন্দুকে সাইলেন্সর লাগিয়ে রেখেছিল বলে জানা গিয়েছে। ফলে বন্দুকের আওয়াজ বেশি দূর পর্যন্ত শোনা যায়নি। নিহত সাংবাদিক রহমাতুল্লাহ নেকজাদের পরিবার জানিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে মসজিদে যাচ্ছিলেন তিনি। তখনই আততায়ীরা গুলি করে তাঁকে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রহমাতুল্লাহ নেকজাদ আফগানিস্তানে পরিচিত সাংবাদিক। অ্যাসোসিয়েট প্রেসের সঙ্গে কাজ করেছেন তিনি। কাজ করেছেন আল জাজিরার সঙ্গেও। নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য খ্যাতি ছিল তাঁর। তাঁর মৃত্যুর খবর শুনে শোক প্রকাশ করেছেন আফগান প্রেসিডেন্ট। ঘটনাটিকে জঙ্গি আক্রমণ বলে উল্লেখ করেছেন তিনি। তালেবানরাও রহমাতুল্লাহের হত্যার নিন্দা করেছে। তালেবান মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ ধরনের কাপুরুষোচিত কাজ তাঁরা সমর্থন করেন না।
নিহত সাংবাদিক স্থানীয় সাংবাদিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। তাঁর নেতৃত্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর করেছেন এলাকার সংবাদকর্মীরা। আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও একাধিক গুরুত্বপূর্ণ খবর করেছেন রহমাতুল্লাহ। আলোচনা করেছেন আফগান সরকারের সঙ্গে তালেবানের বৈঠক নিয়েও।
আন্তর্জাতিক অধিকার রক্ষা সংস্থাগুলির দাবি, এই মুহূর্তে আফগানিস্তানে সাংবাদিকদের অবস্থা সব চেয়ে ভয়াবহ। গত এক বছরে সাত জন সাংবাদিককে খুন করা হয়েছে। কাজ করতে গিয়ে আহত হয়েছেন বহু সাংবাদিক। তাঁদের নিরাপত্তার বিষয়টি নিয়ে সরকার এতটুকু ভাবিত নয়।
প্রশ্ন উঠছে, কারা হত্যা করল রহমাতুল্লাহকে? কোনো কোনো পক্ষের দাবি এই ঘটনার পিছনে আইএস জঙ্গিদের হাত রয়েছে। তবে আইএস এখনো পর্যন্ত দায় স্বীকার করেনি। কেন এ ভাবে পরিচিত সাংবাদিককে হত্যা করা হলো, সে বিষয়েও আলোচনা হচ্ছে আফগানিস্তানে।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)