আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩৩
১৫ অক্টোবর ২০২১কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি৷ তবে এটি একটি আত্মঘাতী বোমা হামলা বলে ধারণা করা হচ্ছে৷
আফগানিস্তানে কুন্দুজের একটি শিয়া মসজিদে একই ধরনের বোমা বিস্ফোরণের ঘটনার ঠিক এক সপ্তাহের মাথায় এ ঘটনা ঘটলো৷ এখনো কেউ ঘটনার দায় স্বীকার করেনি৷
মসজিদের ভেতরের ছবিতে জানালার ভাঙা কাঁচ এবং মাটিতে লাশ পড়ে থাকতে দেখা গেছে৷ অনেকেই মেঝেতে শুয়ে কাতরাতে থাকা আহতদের সাহায্যে এগিয়ে যান৷
প্রত্যক্ষদর্শীরা মসজিদের প্রধান ফটকে তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছে৷ বিস্ফোরণের সময় মসজিদ লোকে লোকারণ্য ছিল৷ ঘটনাস্থলে অন্তত ১৫টি অ্যাম্বুলেন্স দেখা গেছে৷ আহতদেরকে স্থানীয় মিরওয়াইস হাসপাতালে নেওয়া হয়েছে৷
কান্দাহারের এক স্থানীয় সাংবাদিক বার্তা সংস্থা রয়টার্সকে জানান, প্রত্যক্ষদর্শীরা তিন আত্মঘাতী হামলাকারীর হামলা চালানোর বর্ণনা দিয়েছে৷ এক হামলাকারী মসজিদের প্রবেশপথে নিজেকে উড়িয়ে দেয় এবং অন্য দুইজন মসজিদের ভেতরে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায়৷
গত শুক্রবার জুমার নামাজের সময় কুন্দজ শহরের শিয়া মসজিদে বোমা হামলায় শতাধিক মানুষ হতাহত হয়৷ পরে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সেই এহামলার দায় স্বীকার করে৷
এবার কান্দাহারের মসজিদে বিস্ফোরণের জন্যও তালেবানের ঘোর বিরোধী ইসলামিক স্টেটের আফগান শাখা আইএস খেরাসানকেই (আইএস-কে) সন্দেহ করা হচ্ছে৷
আইএস-কে গোষ্ঠীর সুন্নি যোদ্ধারা শিয়া সংখ্যালঘুদের নিশানা করে হামলা চালায়৷ এর আগে মসজিদ, স্পোর্টস ক্লাব ও স্কুলেও আত্মঘাতী হামলা চালিয়েছে তারা৷ সাম্প্রতিক সময়ে সুন্নি যোদ্ধারা তালেবানের বিরুদ্ধে হামলার মাত্রা বাড়িয়েছে
এনএস/এসিবি