1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩৩

১৫ অক্টোবর ২০২১

শুক্রবার জুমার নামাজের সময় আফগানিস্তানের কান্দাহারে বিবি ফাতিমা মসজিদে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩৩ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছে৷

https://p.dw.com/p/41jxa
প্রতীকী ছবিছবি: AFP/Getty Images

কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি৷ তবে এটি একটি আত্মঘাতী বোমা হামলা বলে ধারণা করা হচ্ছে৷

আফগানিস্তানে কুন্দুজের একটি শিয়া মসজিদে একই ধরনের বোমা বিস্ফোরণের ঘটনার ঠিক এক সপ্তাহের মাথায় এ ঘটনা ঘটলো৷ এখনো কেউ ঘটনার দায় স্বীকার করেনি৷

মসজিদের ভেতরের ছবিতে জানালার ভাঙা কাঁচ এবং মাটিতে লাশ পড়ে থাকতে দেখা গেছে৷ অনেকেই মেঝেতে শুয়ে কাতরাতে থাকা আহতদের সাহায্যে এগিয়ে যান৷

প্রত্যক্ষদর্শীরা মসজিদের প্রধান ফটকে তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছে৷ বিস্ফোরণের সময় মসজিদ লোকে লোকারণ্য ছিল৷ ঘটনাস্থলে অন্তত ১৫টি অ্যাম্বুলেন্স দেখা গেছে৷ আহতদেরকে স্থানীয় মিরওয়াইস হাসপাতালে নেওয়া হয়েছে৷

কান্দাহারের এক স্থানীয় সাংবাদিক বার্তা সংস্থা রয়টার্সকে  জানান, প্রত্যক্ষদর্শীরা তিন আত্মঘাতী হামলাকারীর হামলা চালানোর বর্ণনা দিয়েছে৷ এক হামলাকারী মসজিদের প্রবেশপথে নিজেকে উড়িয়ে দেয় এবং অন্য দুইজন মসজিদের ভেতরে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায়৷

গত শুক্রবার জুমার নামাজের সময় কুন্দজ শহরের শিয়া মসজিদে বোমা হামলায় শতাধিক মানুষ হতাহত হয়৷ পরে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সেই এহামলার দায় স্বীকার করে৷

এবার কান্দাহারের মসজিদে বিস্ফোরণের জন্যও তালেবানের ঘোর বিরোধী ইসলামিক স্টেটের আফগান শাখা আইএস খেরাসানকেই (আইএস-কে) সন্দেহ করা হচ্ছে৷

আইএস-কে গোষ্ঠীর সুন্নি যোদ্ধারা শিয়া সংখ্যালঘুদের নিশানা করে হামলা চালায়৷ এর আগে মসজিদ, স্পোর্টস ক্লাব ও স্কুলেও আত্মঘাতী হামলা চালিয়েছে তারা৷ সাম্প্রতিক সময়ে সুন্নি যোদ্ধারা তালেবানের বিরুদ্ধে হামলার মাত্রা বাড়িয়েছে

এনএস/এসিবি 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান