আফগানিস্তানে রেড ক্রস কর্মী অপহৃত
২৭ সেপ্টেম্বর ২০০৭আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কর্মীদের অপহরণ করা হয় কাবুলের প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে বুধবার৷ তাঁরা অপহৃত জার্মান ইন্জিনিয়ারের মুক্তি অর্জনের এক মিশনে গিয়েছিলেন৷ জার্মান ইন্জিনিয়ার অপহৃত হয়েছেন দশ সপ্তাহ আগে৷ কর্মকর্তারা এ কথা জানিয়েছেন৷
রেড ক্রস বলেছে, তার কর্মীরা বুধবার তাদের মিশন শেষে আর ফিরে আসেন নি৷ নতুন এই অপহরণের খবর পাওয়া যায় বেশ কিছু বিদেশী অপহরণের পর৷ অনেকের দাবি এই অপহরণগুলো করে হয় উগ্রপন্থী তালোনরা না হয় কিছু অপরাধী অর্থের বিনিময়ে৷ তালেবাদের একজন মুখপাত্র বলেছেন, তাদের গোষ্ঠী রেড ক্রস কর্মীদের অপহরণের সঙ্গে জড়িত নয়৷
উগ্রপন্থী ইসলামি তালেবান গোষ্ঠী দুই হাজার এক সালে আফগানিস্তানে ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পর থেকেই আক্রমন শুরু করে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেন বোমা হামলার পর মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযানে তারা ক্ষমত থেকে বিতাড়িত হয়৷ নাইন-ইলেভেনের সন্ত্রাসী হামলার জন্য আফগানিস্তানের আল-কায়দা নেতাদের দায়ী করা হয়৷
চলতি বছর বিদ্রোহীরা তাদের আক্রমন জোরদার করেছে৷ পাঁচ শ এর মত মারা গেছে-বেশির ভাগই বিদ্রোহী৷ সরকারী রিপোর্ট ভিত্তিক ফরাসী বার্তা প্রতিষ্ঠান এএফপি এর এক পরিসংখ্যান থেকে এ কথা জানা গেছে৷
সর্বশেষ ঘটনায় তালেবান যোদ্ধারা আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে এক সামরিক ঘাঁটিতে আক্রমন চালিয়ে ডেনমার্কের দুই জন সৈন্যকে হত্যা করে৷ জেনমার্কের সেনাবাহিনী আজ এ কথা জানিয়েছে৷ তৃতীয় এক ডেনিশ সৈন্য আহত হয়েছে-সেনাবাহিনীর এক বিবৃতিতে থেকে এ কথা জানা গেছে৷
আফগানিস্তানে আন্তর্জাতিক শান্তি রক্ষা বাহিনী আইসাফ এ মোতায়েন রয়েছে নাটো এর নেতৃত্বাধীন চল্লিশ হাজার সৈন্য৷ এতে ডেনমার্কের সৈন্য সংখ্যা হচ্ছে আনুমানিক চার হাজার৷ এদেরকে প্রধানত মোতায়েন করা হয়েছে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্ড প্রদেশে৷
সর্বশেষ মৃতের সংখ্যা সহ চলতি বছর আফগানিস্তানে ১৭৫ জন আন্তর্জাতিক সৈন্য নিহত হয়েছে বিভিন্ন সংঘর্ষে- বেশির ভাগই উগ্রপন্থী তালেবানদের সঙ্গে ৷
আফগানিস্তানের দক্ষিণে তালেবানদের সাথে দুটি বড় যুদ্ধের একটিতে মার্কিন নেতৃত্বাধীন একটি পৃথক বাহিনীর একজন সৈন্য গত মঙ্গলবার নিহত হয়েছে৷ আর নিহত তালেবানদের সংখ্যা হচ্ছে আনুমানিক ১৭০ জন৷ পাকিস্তানের সীমান্তে পূর্ব কুনার প্রদেশে আইসাফ বাহিনীর এক আক্রমনে সরকারী কর্মকর্তাদের মতে, কমপক্ষে ১৮জন সৈন্য নিহত হয়েছে৷ আহতো হয়েছে অনেকে৷