আফ্রিকায় বাহারি করোনা মাস্ক
নাকমুখ ঢাকার মাস্ক সাদামাটা হতে হবে কেন? আফ্রিকার ফ্যাশন ডিজাইনাররা রং ও নক্সার বাহার দিয়ে মাস্ক সাজাচ্ছেন৷ নিজস্বতা বজায় রেখে মানুষকে করোনা সংকটের মোকাবিলা করতে উৎসাহ দিচ্ছেন তাঁরা৷
আলজেরিয়ায় মাস্কের উপর ব্যক্তিত্বের ছাপ
আলজেরিয়ার ডিজাইনার মৌনিয়া লাজালি সেলাই করে অসংখ্য মাস্ক তৈরি করে দান করেছেন৷ গায়ক জো বাতুরি তাঁর একটি ডিজাইন তুলে ধরেছেন (ছবিতে দেখা যাচ্ছে)৷ তাঁর মতে, মানুষ নিজস্ব সংস্কৃতি ও রুচিবোধ আঁকড়ে ধরতে চান৷ ফলে এই মাস্ক ফ্যাশন হিসেবে তাঁদের মনে ধরবে৷ এভাবে মানুষ নিজের সুরক্ষার বিষয়টিকে আরো বেশি গুরুত্ব দেবে বলে তাঁর আশা৷
রুয়ান্ডায় মাস্কের ঘাটতি পূরণে উদ্যোগ
রুয়ান্ডার দর্জি আলেক্সান্ডার নশিমিয়িমানা (বাম থেকে দ্বিতীয় জন) ডিডাব্লিউ-কে বলেন, দেশে মাস্কের ঘাটতি পূরণ করতে তিনি এমন রঙিন মাস্ক তৈরি করে চলেছেন৷ অধিকাংশ মানুষের ক্রয়ক্ষমতার সীমা বুঝে সেই মাস্কের দাম যতটা সম্ভব কম রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি৷ দেশের ওষুধের দোকানে এমন মাস্কের দাম প্রায় দুই মার্কিন ডলার হলেও তিনি মাত্র ৫০ সেন্টে সেগুলি বিক্রি করছেন৷
লাইবেরিয়ায় রংয়ের ছোঁয়া
লাইবেরিয়ার ‘দ্য বম্বশেল ফ্যাক্টরি’র সব কর্মীই নারী৷ পোশাক তৈরির প্রশিক্ষণ দিয়ে তাঁদের স্বনির্ভর করে তোলাই কোম্পানির ব্রত৷ বিক্রি হয়নি, এমন স্কার্ট কেটে উজ্জ্বল মাস্ক তৈরি করা হচ্ছে৷ প্রত্যেকটি মাস্ক বিক্রির সঙ্গে সঙ্গে অন্য একটি এমন কোনো গৃহহীন মানুষকে দান করা হয়, যার পক্ষে বাসায় কোয়ারান্টাইনে থাকা সম্ভব নয়৷
কেনিয়ায় কেতাদূরস্ত মাস্ক
কেনিয়ার ফ্যাশন ডিজাইনার ডেভিড আভিডো ‘লুকসলাইক আভিডো’ ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা৷ উদ্বৃত্ত পোশাক কেটে নিজের তৈরি মাস্ক পরে তিনি ছবি তুলিয়েছেন৷ মার্চ মাসে কেনিয়ায় প্রথম করোনা ভাইরাস ধরা পড়ার পর তাঁর কোম্পানি দশ হাজারেরও বেশি মাস্ক তৈরি করে রাজধানী নাইরোবি ও আশেপাশের এলাকায় বিনামূল্যে বিতরণ করেছে৷
ক্যামেরুনে ডিজাইনার বোনেরা
অঁজ গুফাক (বামে) ও তাঁর বোন এদমঁদ কেনাং (ডানে) ক্যামেরুনে এমন রংচঙে মাস্ক তৈরি করে চলেছেন৷ সঙ্গে চোখ ঢাকার প্লাস্টিকের অংশও রয়েছে৷ করোনা সংক্রমণের গতি কমাতে ১৩ই এপ্রিল থেকে সরকার প্রকাশ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করে দিয়েছে৷
টিউনিশিয়ার হাসপাতালে মাস্ক দান
করোনা সংকট শুরু হবার পর অনেক হাসপাতাল মাস্কের ঘাটতির মুখে টিউনিশিয়ার ডিজাইনার মিরিয়াম রিজা-র সঙ্গে যোগাযোগ করে৷ দান করা কাপড় দিয়ে মাস্ক তৈরি করে তিনি বিনামূল্যে হাসপাতালে বিতরণ করছেন৷ সেই কাজের জন্য অর্থ সংগ্রহ করতে রিজা সেইসব ক্রেতার জন্যও মাস্ক তৈরি করার সিদ্ধান্ত নেন, যাঁদের যথেষ্ট অর্থবল রয়েছে৷