আবার মার্কিন অস্ত্র পাচ্ছে ইউক্রেন
২২ এপ্রিল ২০২৪বেশ কয়েক মাস ধরে টালবাহানার পর শনিবার মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষে ইউক্রেনের জন্য প্রায় ৬০০ কোটি ডলার অংকের সামরিক সাহায্যের প্রস্তাব অনুমোদিত হয়েছে৷ পরিবর্তিত সেই প্রস্তাবের প্রতি উচ্চ কক্ষ সেনেটের দ্রুত সমর্থনের পর মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের স্বাক্ষর সেই উদ্যোগ বাস্তবায়িত করবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ এমনকি চলতি সপ্তাহের শেষেই আবার ইউক্রেনে মার্কিন অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পাঠানো শুরু হবে বলে শোনা যাচ্ছে৷ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি রোববার মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷ তিনি দ্রুত সেই প্রস্তাবকে আইনে পরিণত করে অস্ত্র হস্তান্তর শুরু করার অনুরোধ জানিয়েছেন৷ তাঁর মতে, ইউক্রেন দূর পাল্লার অস্ত্র ও ডিফেন্স সিস্টেমকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে৷ অ্যামেরিকার এনবিসি নেটওয়ার্ককে জেলেনস্কি বলেন, এই প্রস্তাবের অনুমোদন রাশিয়ার কাছে স্পষ্ট বার্তা পাঠিয়ে দিচ্ছে, যে ওয়াশিংটন তাঁর দেশের পাশেই দাঁড়িয়ে আছে৷ তাঁর মতে, ইউক্রেন দ্বিতীয় আফগানিস্তান হবে না৷ তিনি যুদ্ধে জয়ের সম্ভাবনারও উল্লেখ করেন৷
ইউক্রেনকে শক্তিশালী অস্ত্র সরবরাহের প্রশ্নে বাইডেন প্রশাসন জেলেনস্কির কাছ থেকে কিছু অঙ্গীকার চাইছে৷ যেমন গত বছরের অক্টোবর মাসে এটিএসিএমএস নামের দূরপাল্লার গাইডেড মিসাইলের একটি সংস্করণ হস্তান্তরের সময়ে রাশিয়ার ভূখণ্ডে সেটি ব্যবহার না করার অনুরোধ জানিয়েছিল৷ ইউক্রেনও সেই অঙ্গীকার করে আসছে৷ রুশ অধিকৃত ভূখণ্ডে এমন অস্ত্রের প্রয়োগ যথেষ্ট সাফল্য বয়ে এনেছে৷ আসন্ন হস্তান্তরের ক্ষেত্রেও সেই রীতি বজায় থাকবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ সেনেটের ইনটেলিজেন্স কমিটির সভাপতি মার্ক ওয়ার্নার বলেছেন, ইউক্রেন এবার দূর পাল্লার এটিএসিএমএস মিসাইল পেতে পারে৷
ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গও ইউক্রেনের জন্য মার্কিন সামরিক সহায়তার পথে বাধা দূর হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন৷ অ্যামেরিকার এমএসএনবিসি নেটওয়ার্ককে তিনি বলেন, প্রায় চার মাস ধরে ইউক্রেনীয়রা অস্ত্রের অভাব বোধ করেছে৷ রাশিয়ার হাতে অনেক বেশি গোলাবারুদ থাকায় ইউক্রেনকে নিজস্ব গোলাবারুদ রেশন করতে হয়েছে৷ তবে তাঁর মতে, এখনো বেশি দেরি হয় নি৷ স্টলটেনবার্গ কিয়েভে বিভিন্ন ন্যাটো দেশের দূতাবাসে সামরিক উপদেষ্টার উপস্থিতির কথা স্বীকার করলেও স্পষ্ট করে দেন যে ন্যাটো মোটেই সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ছে না৷
সোমবার লাক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেনের এয়ার ডিফেন্স আরো মজবুত করতে সহায়তার বিষয়ে আলোচনা করছেন৷ জার্মানি আরো একটি পেট্রিয়ট প্রণালী সরবরাহের সিদ্ধান্তের পর অন্যান্য দেশের উপরেও চাপ বাড়ছে৷ ন্যাটোর মহাসচিবও ইউরোপের সদস্য দেশগুলিকে এ ক্ষেত্রে আরো সক্রিয় ভূমিকা পালন করার আর্জি জানিয়েছেন৷
এসবি/কেএম (রয়টার্স, ডিপিএ)