আমফান মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি
মঙ্গলবার শেষরাত থেকে বুধবার বিকাল বা সন্ধ্যার মধ্যে আমফান বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে৷ ২০০৭ সালে আঘাত হানা সিডরের পর আমফান সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
কখন আসতে পারে?
মঙ্গলবার শেষরাত থেকে বুধবার বিকাল বা সন্ধ্যার মধ্যে আমফান বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে৷ আবহওয়া অফিস বলছে, ঘণ্টায় ১৪০ থেকে ১৬০ কিলোমিটার বাতাসের বেগে আমফান যখন উপকূলে আঘাত হানবে তখন দ্বীপ ও চরাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ১০ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দিতে পারে৷
সিডরের পর শক্তিশালী
কর্তৃপক্ষের আশঙ্কা, ২০০৭ সালের ১৫ নভেম্বর আঘাত হানা সিডরের পর আমফান সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে৷ সিডরে প্রায় সাড়ে তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন৷ এই ছবিটি ঐ বছরের ২৫ নভেম্বর তোলা৷
সতর্ক সংকেত
মঙ্গলবারই মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সাত নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ছয় নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে৷ এছাড়া সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও তাদের কাছাকাছি দ্বীপ ও চরগুলো সাত নম্বর বিপদ সংকেতের আওতায় রাখা হয়েছে৷
মানুষজনকে সরিয়ে নেয়া হচ্ছে
উপকূলীয় জেলাগুলোতে ১২ হাজার ৭৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে৷ এসব কেন্দ্রে ৫১ লাখ ৯০ হাজার ১৪৪ জনকে আশ্রয় দেয়া যাবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান৷
আশ্রয়কেন্দ্রে মাস্ক বিতরণ
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আশ্রয়কেন্দ্রগুলোতে যেন করোনা ভাইরাসের সংক্রমণ না হয় তার ব্যবস্থা নেয়া হয়েছে৷ তিনি বলেন, ‘‘ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আশ্রয় গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে৷ সম্ভাব্য ঝুঁকি এড়াতে আশ্রয়গ্রহণকারীদের মাঝে মাস্ক বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে৷ আশ্রয়কেন্দ্রে চিকিৎসক রাখার উদ্যোগ নেয়া হয়েছে৷’’
আশ্রয়কেন্দ্রে জীবাণুনাশক স্প্রে
করোনা ভাইরাসের কারণে বরগুনা জেলার ৫০৯টি আশ্রয়কেন্দ্রে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে৷ মঙ্গলবার দুপুর থেকে এসব আশ্রয়কেন্দ্রে লোকজন পাঠানো শুরু হয়েছে৷
বেতারে বার্তা প্রচার
বরগুনার স্থানীয় কমিউনিটি রেডিও ‘লোকবেতার’ থেকে নিয়মিত আবহাওয়া বার্তা প্রচার করা হচ্ছে৷ আর ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির পক্ষ থেকে মাইকে সতর্কতামূলক বার্তা প্রচার করা হচ্ছে৷
মোংলায় পণ্য ওঠানামা বন্ধ
সোমবার বিকাল থেকে মোংলা বন্দরে জাহাজে পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে৷ বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সার, ফ্লাই অ্যাশ, কয়লাবাহীসহ ১৪টি জাহাজ এখন বন্দরে অবস্থান করছে৷ ছবিটি প্রতীকী৷
চট্টগ্রাম বন্দরে প্রস্তুতি
চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন) জাফর আলম বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমফানের কারণে জেটি থেকে ১৯টি জাহাজ সরানো হয়েছে৷ আর বর্হিনোঙ্গরে থাকা ৬১টির মধ্যে ৫১টি জাহাজ গভীর সমুদ্রে পাঠিয়ে দেয়া হয়েছে৷ ছবিটি ফাইল থেকে নেয়া৷
নৌ চলাচল বন্ধ
মঙ্গলবার দুপুর একটা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারা দেশে সবধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে৷ করোনার কারণে গত ২৬ মার্চ সাধারণ ছুটি শুরুর আগে থেকেই যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে৷ তবে পণ্যবাহী নৌযান ছুটির আওতামুক্ত ছিল৷ আমফানের কারণে সেগুলোও এবার বন্ধ করে দেয়া হলো৷ ছবিটি ফাইল থেকে নেয়া৷
সুন্দরবনের জেলেদের সরিয়ে নেয়া হয়েছে
কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সু্ন্দরবনের নদী ও খালে মাছ শিকার করতে যাওয়া তিন হাজার জেলেকে ইতিমধ্য সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বেলায়েত হোসেন৷ ছবিটি ফাইল থেকে নেয়া৷