নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ ডয়চে ভেলেকে বলেন, "আমরা তো কারো ইচ্ছে পূরণ করতে বসিনি। আমরা আগামী ডিসেম্বর বা পরের জানুয়ারি মাসে নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছি। এর আগে আমাদের পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। সবার যেটা চাওয়া একটা ভালো নির্বাচন, সেই নির্বাচনের জন্য আমাদের সময় দিতে হবে। আমরা তো আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) না। আগামী ২০ জানুয়ারি ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে। এটা একমাস চলবে। এরপর কিছু আইন পরিবর্তনের বিষয় আছে। সবকিছু মিলিয়ে আমাদের সময় দিতে হবে। এটা শুধু আমার ব্যক্তিগত মত না, আমাদের গোটা কমিশনের অভিমত।”
সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত জানাতেই মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে তিনি চলতি বছরের মাঝামাঝিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘‘আমরা বারবার করে বলছি যে, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়। আমরা মনে করি যে, এই বছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ জুলাই-অগাস্টের মধ্যেই নির্বাচন সম্ভব। এই কারণে আমরা সরকারকে আহ্বান জানাতে চাচ্ছি, নির্বাচন কমিশনকেও আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানাচ্ছি- দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময়েই মধ্যে নির্বাচনের ব্যবস্থা নিতে পারি।'