আমরা তো সবাই নবীন: শেখ হাসিনা
৩১ ডিসেম্বর ২০০৮যদিও দেড় ঘন্টার এই বৈঠককে শেখ হাসিনা উল্লেখ করেছেন সৌজন্য সাক্ষাত হিসাবেই৷ শেখ হাসিনা সন্ধ্যায় রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহমদের সঙ্গেও সাক্ষাত করেন৷
বৈঠক শেষে সহাস্যে বেরিয়ে আসা শেখ হাসিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, যে কোন সরকার ক্ষমতায় এলে পূর্ববর্তি সরকারের কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে হয়৷ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বৈধতার বিষয়ে সংসদেই আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে৷ বিষয়টি নিয়ে ইতোমধ্যে কয়েকজন সংবিধান বিশেষজ্ঞের সঙ্গে আমরা আলোচনা করেছি৷ তিনি বলেন, এ বিষয়টি নিয়ে কাজ করার জন্যে একটি কমিটি গঠন করা হবে৷ তারপরও সংসদে পছন্দ-অপছন্দের বিষয়ে আলাপ আলোচনার সুযোগ রয়েছে৷
প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়াদি জানতে চাওয়া হলে শেখ হাসিনা বলেন, নির্বাচন হয়ে গেল, সৌজন্য সাক্ষাত করেছি৷ সেই সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি৷ তিনি বলেন, একটি সুন্দর ও ভালো নির্বাচনের জন্য ধন্যবাদ দিতে এলাম৷
তাঁর সরকারের মন্ত্রিপরিষদের আকার কেমন হবে? এমন এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, এটি এখনই বলে দিলে তো কোন আকর্ষণ থাকবে না! মন্ত্রীপরিষদে নবীনদের কতটুকু স্থান পাবে এ প্রশ্নের উত্তরে বলেন, একটু কৌতুকাচ্ছলে শেখ হাসিনা বলেন, আমরা তো সবাই নবীন৷ বয়স ষাটের ওপরে হয়েছে তো কী হয়েছে! আমার একষট্টি শেষ হয়ে বাষট্টিতে পড়েছে৷
কবে শপথ নেবেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সরকারের উপর নির্ভর করছে৷ সময় হলেই জানা যাবে৷
পরে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, আমি আশা করছি, যত দ্রুত সম্ভব নতুন সরকার শপথ নেবে৷ এজন্যে প্রস্তুতিও চলছে৷ এখানে গেজেট প্রকাশের বিষয় আছে৷ এসব বিষয় নির্বাচন কমিশনের ওপরও অনেকাংশে নির্ভর করছে৷
শেখ হাসিনার সঙ্গে বৈঠক প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি৷
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নির্বাচনের ফলাফল নিয়ে যে অভিযোগ করেছেন, সে প্রসঙ্গে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এটি নির্বাচন কমিশনের ব্যাপার৷ কেননা কমিশনই নির্বাচন পরিচালনা করেছে৷
বৈঠকে প্রধান উপদেষ্টা, শেখ হাসিনা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম উপস্থিত ছিলেন৷
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা৷ এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, মন্ত্রীসভা কত সদস্যের হবে তা এখনই বলা যাবে না৷ আগে শপথ হোক৷ তারপর দেখা যাবে৷ জানুয়ারির প্রথম সপ্তাহে নতুন সরকারের সংসদ সদস্যরা শপথ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি৷ বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব আবদুল আউয়াল সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ের জন্য আওয়ামী লীগ সভানেত্রীকে অভিনন্দন জানিয়েছেন৷