সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল(অব.) এম শহীদুল হক বলেন, "আরাকান আর্মি কিন্তু রোহিঙ্গাবিরোধী। এখন আমাদের স্টেট টু স্টেট কূটনীতির বাইরেও আলাদা কূটনীতি দরকার। মিয়ানমারকে বলা তোমরা তাদের স্বীকৃতি দিলে রোহিঙ্গারা তোমাদের পক্ষে কাজ করবে আমরা সেই ব্যবস্থা করব। তোমরা তাদের নাগরিকত্ব দাও। আর আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ স্থাপন করা দরকার।”