1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাসে গণধর্ষণ

আশীষ চক্রবর্ত্তী২ জানুয়ারি ২০১৩

ভারত জুড়ে বর্ষবরণ অনুষ্ঠানে দিল্লিতে ধর্ষকদের নির্যাতনে নিহত ‘আমানত’ বা ‘দামিনী’ ছিলেন পুরোদমে৷ তবে গায়ক, গীতিকার ও কবি উদয় বন্দ্যোপাধ্যায় মনে করেন জনমন থেকে দিল্লি ধর্ষণ কাণ্ডের শিকার হারিয়ে যেতে পারেন৷

https://p.dw.com/p/17C1v
ছবি: dapd

কোথাও কনকনে শীত কোথাও সঙ্গে বৃষ্টিও, তারপরও প্রতিবছরের মতো এবারও নববর্ষ উদযাপনে ভিড় জমেছিল ভারতের প্রায় সব জায়গায়৷ সব জায়গাতেই একটা মিল ছিল খুব লক্ষণীয় বিদায়ী বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেয়ার শুভলগ্নে উঠে এসেছেন ‘আমানত'৷

পত্র-পত্রিকার খবর অনুযায়ী সোমবার বেশ রাত পর্যন্ত ভিড় ছিল কলকাতার পথঘাটে৷ দিল্লির মর্মান্তিক ঘটনাটির কারণে অতিরিক্ত নিরাপত্তার আশ্বাস দিয়েছিল পুলিশ৷ বড় কোনো অঘটন কোথাও ঘটেনি, সেদিক থেকে বলা যায়, নিরাপত্তা রক্ষায় সফলই ছিল কলকাতার পুলিশ৷ ঝলমলে রোদ ছিল বলে সকাল থেকেই ভিড় জমেছিল চিড়িয়াখানা, নিকো পার্ক, ভিক্টোরিয়া মেমোরিয়ালসহ উল্লেখযোগ্য সব জায়গায়৷ পার্ক স্ট্রিটেও ছিল ঠাসাঠাসি ভিড়৷ বৃষ্টি শুরুর পরও আনন্দে মেতেছেন সবাই, সঙ্গে চলেছে দিল্লি-বারাসত কাণ্ডের প্রতিবাদ৷ মোমবাতি হাতে ‘আমানাত'-কে শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা, তুলেছেন নারীর নিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত করার দাবি৷

BM/020113/Interview: Singer, lyricist and poet Uday Bandopadhya - MP3-Mono

এসবের কিছুই কিন্তু অপ্রত্যাশিত নয়৷ বড় কিছু ঘটলে মিডিয়ায়, জনজীবনে কিছুদিন এর প্রভাব থাকেই৷ দিল্লিতে অমানবিক ঘটনার শিকার মেয়েটির তাই মিছিলে, স্লোগানে, আড্ডায়, আনুষ্ঠানিকতায় থাকারই কথা৷ কলকাতার সুপরিচিত গায়ক, গীতিকার এবং কবি উদয় বন্দ্যোপাধ্যায় এসব দেখে তৃপ্ত, কিন্তু শঙ্কামুক্ত মোটেই নন৷ মানুষ যে বড় তাড়াতাড়ি ভুলে যায় সব! কাঙ্খিত পরিবর্তন তাই কখনোই পেরোতে পারেনা আকাঙ্খার চৌহদ্দি৷ উদয় নিজেও বহুবার এমনটি হতে দেখেছেন৷ সে অভিজ্ঞতা থেকেই পশ্চিমবঙ্গের বহুল আলোচিত এক ধর্ষণের ঘটনার পর আসামীকে ফাঁসি দেয়া সত্ত্বেও লিখেছিলেন, ‘‘দু'দিন পরেই ফাঁসির খবর বাসি/কাগজগুলোয় অন্য হেডলাইন/ দু'দিন পরেই খুন-ধর্ষণ নেই/পবিত্র দেশ, চরিত্রবান দিন...''৷

এবারও কি তাই হবে? হবে না – এ কথা জোর দিয়ে বলতে পারছেন না, উদয় বন্দ্যোপাধ্যায় শুধু সবার শুভবুদ্ধির উদয় হবে, সুদিন একদিন আসবে – এমান আশা করছেন একটা শর্ত দিয়ে৷ বলছেন, ‘‘সব মেনে না নিয়ে মনে নিলে তবেই আমরা যেমন চাই তেমনটি হবে একদিন৷''

সাক্ষাৎকার: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য