1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আমার জনগণের প্রতি বিশ্বাস আছে’

৩০ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘‘নৌকার জয় হবেই৷ স্বাধীনতার পক্ষের শক্তির জয় হবেই৷''

https://p.dw.com/p/3AmBG
সিটি কলেজে ভোট দিচ্ছেন প্রধানমন্ত্রীছবি: Reuters/Bangladesh Sangbad Sangstha

রোববার সকাল ৮টায় ভোটের শুরুতেই ঢাকার সিটি কলেজ কেন্দ্রে গিয়ে নিজের ভোট দেন প্রধানমন্ত্রী৷ এ কেন্দ্রে তিনিই ছিলেন প্রথম ভোটার৷ ভোট দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, ‘‘আমি বিশ্বাস করি উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দেবে৷''

জয়ের বিষয়ে কতটা আত্মবিশ্বাসী- এমন প্রশ্নে তিনি বলেন, ‘‘অবশ্যই আত্মবিশ্বাসী৷ কারণ আমার জনগণের প্রতি বিশ্বাস আছে৷'' ফলাফল মেনে নেবেন কি না জানতে চাইলে আওয়ামী লীগ সভানেত্রী বলেন,‘‘অবশ্যই মেনে নেব৷ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি৷ জনগণকে বিশ্বাস করি৷ জনগণ যে রায় দেবে মেনে নেব৷''

বিএনপির বিরুদ্ধে ভোট ঘিরে সন্ত্রাস সৃষ্টির অভিযোগ এনে বলেন, ‘‘অত্যন্ত দুঃখজনক যে, গতকালও আমাদের ৪ জন কর্মীকে হত্যা করা হয়েছে৷ একই কায়দায় কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে৷ এই কয়দিনের সহিংসতায় আমাদের প্রায় ১০ জন নেতা-কর্মী নিহত হয়েছেন৷''

প্রার্থীদের সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘‘আমি মনে করি নৌকার জয় হবেই হবে৷''

ভোট দিয়ে বেরিয়ে দুই আঙুল তুলে বিজয়ের চিহ্ন দেখান শেখ হাসিনা৷

এপিবি (সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)