‘আমি মেসির চেয়ে সেরা’
৮ ডিসেম্বর ২০১৭বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় প্যারিসের আইফেল টাওয়ারে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে পর্তুগিজ অধিনায়কের নাম ঘোষণা করে ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’৷ প্রতিযোগিতায় তিনি পেছনে ফেলেন চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা তারকা মেসি এবং পাঁরি স জার্মার ব্রাজিলিয়ান তারকা নেইমারকে৷
পুরস্কার পেয়ে টুইটারে রোনাল্ডো লিখেছেন, ‘‘আর একটি স্বপ্ন পূরণ হলো৷ অবিশ্বাস্য অনুভূতি৷ এত বছর ধরে আমার পাশে থাকার জন্য আমার পরিবার, বন্ধু, সতীর্থ, কোচ এবং প্রত্যেককে ধন্যবাদ৷’’
পুরস্কার পাওয়ার পর রোনাল্ডো’র কাছে প্রতিক্রিয়া জানতে চেয়েছিল বিবিসি স্পোর্ট৷ তাদের প্রশ্ন ছিল, রোনাল্ডো কি নিজেকে মেসি’র চেয়ে ভালো খেলোয়াড় মনে করেন? এর উত্তরে রোনাল্ডো বলেন, ‘‘এটা যার যার অভিমত৷ আমি তাদের মতামতকে সম্মান করি৷ অনেকের মতে মেসি আমার চেয়ে ভালো খেলোয়াড়৷ কিন্তু আমার মতে, আমি তাঁর চেয়ে সেরা৷ আমি ভীষণ খুশি, আমার প্রাপ্তি নিয়ে৷ এসব পুরস্কার এজন্যই পেয়েছি, কারণ, আমি মাঠে অবিশ্বাস্য ভালো খেলি৷ আর এ কারণেই মানুষ আমাকে এত পছন্দ করে৷’’
এ বছর রেয়াল মাদ্রিদের হয়ে রোনাল্ডো মোট ২৫টি গোল করেছেন৷ আর জিতেছেন চারটি শিরোপা৷ তাই পঞ্চম ব্যালন ডি'অর পাওয়াটা তাঁর জন্য প্রায় নিশ্চিত ছিল৷ গত মৌসুমে রেয়ালের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল এই ফরোয়ার্ডের৷ চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নকআউট পর্বে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি কীর্তি গড়েন নকআউট পর্বে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করার৷
গত মে মাসে রেয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করেন ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডো৷ এ বছরে জাতীয় দলের হয়েও দারুণ ছন্দে ছিলেন তিনি৷ আগামী বছর হতে যাওয়া রাশিয়া বিশ্বকাপে দলকে তুলতে বাছাইপর্বে শেষ ছয় ম্যাচে একটি হ্যাটট্রিকসহ আটটি গোল করেছেন৷
২০০৮ সালে প্রথমবার ফিফার বর্ষসেরা ও ফ্রান্স ফুটবল সাময়িকীর ব্যালন ডি’অর পুরস্কার জিতেছিলেন এই মাদ্রিদ তারকা৷ দু’টি পুরস্কার একীভূত হওয়ার পর ২০১৩ ও ২০১৪ সালের ফিফা ব্যালন ডি'অর জেতেন এই পর্তুগিজ ফুটবলার৷ দু’টি পুরস্কার আলাদা হয়ে যাওয়ার পর গত বছর ব্যালন ডি’অর ও ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কারও জিতেছিলেন তিনি৷
এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)