আমি সমস্ত দায়িত্ব নিয়েছি: সেনাপ্রধান
৫ আগস্ট ২০২৪বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান জানিয়েছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন৷
তিনি বলেন, সমস্ত রাজনৈতিক দলের সাথে আলাপের ভিত্তিতে অন্তবর্তী সরকার গঠিত হবে৷ রাষ্ট্রপতির কাছে গিয়ে এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে৷ তিনি বলেন, ‘‘প্রতিটি হত্যার বিচার করা হবে৷ প্রতিটি অন্যায়ের বিচার হবে৷’’
মানুষকে সংঘাতের পথ এড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি৷ বলেন, ‘‘আমি সমস্ত দায়িত্ব নিয়েছি৷ আপনারা আমাকে সাহায্য করুন৷’’
বক্তব্যে তিনি বলেন, ‘‘আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম৷ ওনারা এখানে এসেছেন৷ একটা সুন্দর আলোচনা করেছি৷ সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি একটি ইন্টেরিম গভর্নমেন্ট আমরা ফর্ম করবো৷ এবং ইন্টেরিম গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে৷ আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব৷ গিয়ে এই ইন্টেরিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে একটা ইন্টেরিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করবো৷’’
তিনি আরো বলেন, ‘‘আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করবো৷ আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন৷ সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন৷ আমি সমস্ত দায়দায়িত্ব নিয়েছি৷ আপনাদের জানমাল এবং আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না৷’’
সব দাবি পূরণ করা হবে জানিয়ে তিনি বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা তারা ফিরিয়ে আনবেন৷ ভাংচুর, মারামারি, সংঘর্ষ, হত্যা থেকে বিরত থাকতেও আহ্বান জানান তিনি৷
তিনি বলেন, ‘‘আমি নিশ্চিত আপনারা যদি আমার কথামতো চলেন, একসাথে যদি কাজ করি আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে অগ্রসর হতে পারবো৷’’
এফএস/এপিবি