1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আর খোঁজ নয়

২৪ ডিসেম্বর ২০১৯

দু’জন নিখোঁজ পর্যটকের আশা ছেড়ে দিলো নিউজিল্যান্ডের পুলিশ৷ হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরির হঠাৎ অগ্ন্যুৎপাতের পর তাঁদের আর খোঁজ পাওয়া যায়নি৷ অগ্নুৎপাতের ফলে মারা গিয়েছেন ১৯ জন পর্যটক৷

https://p.dw.com/p/3VHuI
White Island Neuseeland Vulkaninsel
ছবি: Reuters/J. Silva

 দুজনকে আর পাওয়া গেল না৷ মঙ্গলবার তাঁদের খোঁজ বন্ধ করে দিল নিউজিল্যান্ডের হতাশ পুলিশ৷  বিবৃতি দিয়ে পুলিশ কমিশনার অ্যান্ডি ম্যাকগ্রেগর জানিয়েছেন, ''আমরা নিখোঁজ দু জনের খোঁজ বন্ধ করলাম৷ যদি কোনও নতুন তথ্য সামনে আসে তা হলে আমরা আবার নতুন করে খোঁজ শুরু করব৷ দুই পরিবারকেই আমরা সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি৷''

যাঁদের খোঁজ বন্ধ হল, তাঁরা হলেন নিউজিল্যান্ডের চল্লিশ বছর বয়সী ট্যুর গাইড হেডেন মার্শাল এবং সতেরো বছর বয়সী অস্ট্রেলিয়ার পর্যটক উইনোনা ল্যাঙ্গফোর্ড৷

অকল্যান্ডের হাসপাতালে সোমবারই একজন মারা গিয়েছেন৷ ফলে সবমিলিয়ে অগ্নুৎপাতের ফলে উনিশজন মারা গেলেন৷ ওইদিন যখন অগ্নুৎপাত শুরু হয়, তখন সাতচল্লিশ জন পর্যটক সেখানে ছিলেন৷ তেরো জন কিছুক্ষণের মধ্যে মারা যান৷ সঙ্কটজনক অবস্থায় অনেককে হাসপাতালে ভর্তি করা হয়৷ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্দার্ন বলেছেন, ''যদি দেখা যায় প্রাণহানির জন্য কেউ দায়ী, তা হলে, তাদের পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে৷''

ডেএইচ/এসজি (রয়টার্স, এএফপি, ডিপিএ)