আরও ‘উদারপন্থি’ সৌদি গড়ার অঙ্গীকার
২৫ অক্টোবর ২০১৭মঙ্গলবার রিয়াদে বিনিয়োগকারীদের এক সম্মেলনে তিনি এসব কথা বলেন৷ ‘‘আমরা আগে যেমন ছিলাম সেই অবস্থায় ফিরছি - এমন একটি দেশ, যেখানে উদারপন্থি ইসলাম বিরাজমান এবং যেটি সব ধর্মের মানুষজন ও বিশ্বের জন্য উন্মুক্ত থাকবে,’’ বলেন সালমান৷ ৩২ বছর বয়সি এই ক্রাউন প্রিন্স বলেন, ‘‘আমরা শিগগিরই জঙ্গিবাদের যেটুকু বাকি আছে, তা সমূলে উৎপাটন করব - আমরা ইসলামের উদারপন্থি শিক্ষা ও নীতির প্রতিনিধিত্ব করি৷’’
চলতি বছর বিন সালমান ক্রাউন প্রিন্সের দায়িত্ব পাওয়ার পর সৌদি আরবে নারীরা গাড়ি চালানোর অনুমতি পেয়েছেন৷ এছাড়া দেশটিতে আবারও সিনেমা হল চালুর অনুমতিও দেয়া হতে পারে বলে খবর প্রকাশিত হয়েছে৷
৫০০ বিলিয়ন ডলারের শহর!
বিনিয়োগকারীদের সম্মেলনে ক্রাউন প্রিন্স বিন সালমান জানান, ভবিষ্যতে ৫০০ বিলিয়ন ডলার খরচ করে একটি শহর গড়ে তোলা হবে৷ এটি হবে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং সেখানে সৌদি আরবের অন্যান্য এলাকার নিয়মকানুন প্রযোজ্য হবে না৷ শহরটি পুরোপুরি বিকল্প জ্বালানি দিয়ে চলবে৷ ‘এনইওএম’ নামক একটি প্রকল্পের আওতায় এই শহর গড়ে তোলা হবে৷ সেখানকার সব সেবা ও ব্যবস্থা পুরোপুরি স্বয়ংক্রিয় হবে বলে জানা গেছে৷ তবে কবে নাগাদ প্রকল্পটি বাস্তবায়িত হতে পারে, তার কোনো নির্দিষ্ট সময় জানা যায়নি৷
‘ভিশন ২০৩০’-এর আওতায় বিন সালমান সৌদি আরবকে শুধুমাত্র তেলভিত্তিক অর্থনীতির উপর নির্ভরতা থেকে সরিয়ে আনার চেষ্টা করছেন৷ অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নতুন নতুন খাত তৈরির পরিকল্পনা করছেন তিনি৷
জেডএইচ/এসিবি (রয়টার্স, ডিপিএ)