আরও কড়া নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে সিরিয়া
২৫ নভেম্বর ২০১১৪০ বনাম ৫০০
সিরিয়া রাজি ছিল মাত্র ৪০ জন পরিদর্শককে সেদেশের অভ্যন্তরের পরিস্থিতি পরিদর্শনে যাওয়ার অনুমতি দিতে৷ কিন্তু আরব লিগ চেয়েছিল পাঁচশো পরিদর্শক পাঠাতে৷ শেষ পর্যন্ত সিরিয়াকে যে সময়সীমা আরব লিগ আজ শুক্রবার দিয়েছিল, গ্রিনিচ মান সময়ে বেলা ১১টার সেই সময়সীমা পর্যন্ত দামেস্ক কোন প্রতিক্রিয়া না দেখানোয়, আরব লিগের সামনেও আর কোন পথ খোলা থাকল না মধ্যস্থতার জন্য৷ সেক্ষেত্রে আগামীকাল শনিবার সিরিয়ার ওপরে আরও কড়া নিষেধাজ্ঞা চাপানোর বিষয়ে বৈঠকে বসবেন আরব লীগ নেতৃত্ব৷
নিষেধাজ্ঞা আসছেই, বলছেন বিশেষজ্ঞরা
সিরিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি বিষয়ে কোনরকমের সঠিক খবর মিলছে না বাশার আস আসাদ বিরোধী আন্দোলনের শুরু থেকেই৷ ছয়মাসের ওপর পেরিয়ে গেলেও সেনা নামিয়ে আন্দোলন দমনের পথ থেকে প্রেসিডেন্ট আসাদ সরে আসতে রাজি নন৷ আন্তর্জাতিক যাবতীয় হুঁশিয়ারি বা হুমকিতেও কর্ণপাত করেন নি তিনি৷ মধ্যস্থতার প্রতিটি রাস্তাও একের পর এক বন্ধ হয়েছে৷ সাম্প্রতিক অতীতে আরব লিগ সিরিয়াকে আরব লিগের সদস্যপদ থেকে বরখাস্ত করে৷ তারপরে আশা করা হয়েছিল, হয়তো আরব লিগের এই সর্বশেষ উদ্যোগে দামেস্ক রাজি হবে৷ কিন্তু দেশের অভ্যন্তরে পাঁচশো পরিদর্শক পাঠাবার সিদ্ধান্ত মেনে নিল না দামেস্ক৷ সেক্ষেত্রে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা যে বাড়তে চলেছেই, তাতে তেমন কোন সন্দেহ নেই কোন মহলের৷ তবে রাশিয়া জানিয়েছে, বাইরে থেকে আরও নিষেধাজ্ঞা চাপিয়ে চাপ সৃষ্টি না করে, সিরিয়ার বাশার আল আসাদ প্রশাসন এবং বিরোধীদের মধ্যে আলোচনার মাধ্যমেই সমাধানসূত্র খুঁজে বের করার চেষ্টা করতে৷
নিষেধাজ্ঞার চেহারা কেমন হতে পারে
নতুন নিষেধাজ্ঞার আওতায় সিরিয়ায় বাণিজ্যিক বিমান অন্য দেশ থেকে যাওয়া বন্ধ হওয়ার সম্ভাবনা যেমন রয়েছে, তেমনই আরব দুনিয়ার সেন্ট্রাল ব্যাঙ্কের সঙ্গে সিরিয়ার সব সন্পর্কও রদ হয়ে যেতে পারে৷ পাশপাশি, সংবাদসংস্থা এএফপি জানাচ্ছে, আরব দুনিয়ার প্রতিবেশী দেশগুলির ওপর দামেস্কের রপ্তানি বাণিজ্যের ৫০ শতাংশ নির্ভরশীল৷ নিষেধাজ্ঞার আওতায় সেটিও পড়তে পারে৷ এছাড়া সিরিয়া তাদের নিজেদের প্রয়োজনে ২৫ শতাংশ আমদানি বাণিজ্য আরব দুনিয়ার অন্য দেশগুলির সঙ্গে করে থাকে৷ নিষেধাজ্ঞা বলবৎ হলে, তাও বন্ধ হওয়ার সম্ভাবনা৷
জাতিসংঘের কাছে আবেদন
সিরিয়ার অভ্যন্তরে সহিংসার মাত্রা কমার কোন লক্ষণ নেই৷ মানবাধিকার সংগঠনগুলি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ৫১ জনের মৃত্যু হয়েছে সেদেশে৷ আজ কায়রোতে আরব লিগের কূটনৈতিকরা জাতিসংঘের কাছে সিরিয়ায় আরও রক্তপাত রুখতে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপের আর্জি জানান৷ সেইসঙ্গে জাতিসংঘের তরফে সিরিয়ার পরিস্থিতি স্বাভাবিক করতে আরব লিগের উদ্যোগকে সমর্থনের অনুরোধও শেনা যায়৷
প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক