আরজি কর: প্রতিবাদে পথে তারকারা, গান, মিছিল, বিক্ষোভ
আরজি কর কাণ্ড নাড়িয়ে দিয়ৈছে তারকাদেরও। তারা রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। বিক্ষোভে অংশ নিয়েছেন। অনেকে সারা রাত বিক্ষোভকারীদের সঙ্গে থেকেছেন।
রূপম ইসলামের গান
রূপম ইসলাম যে প্রতিবাদে পথে নেমেছেন তাই নয়, তার গানও গাইছেন। 'কলরব হোক, কলরব হোক,কলরব হোক, হোক কলরব, জব্দ হোক, নিস্তব্ধ হোক, স্তব্ধ হোক শত্রু সব।' তিনি বলেছেন, মানবতার শত্রুদের স্তব্ধ করে দিতে হবে।
সুদীপ্তার সোচ্চার প্রতিবাদ
অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী আরজি কর কাণ্ডের প্রতিবাদে তার পুরষ্কার ফিরিয়ে দিয়েছেন। নিয়মিত তাঁকে দেখা যাচ্ছে প্রতিবাদে। সারা রাত জেগে প্রতিবাদ করছেন তিনি। সুদীপ্তা ডিডাব্লিউকে জানিয়েছেন, ''রাত দখলের আন্দোলন আশা ফেরানোরও আন্দোলন। আমরা ন্যায় চাই, শুধু আইনি ন্যায় নয়, সামাজিক ন্যায়ও।''
স্বস্তিকার লড়াই
আরজি কর নিয়ে প্রতিবাদ-বিক্ষোভে প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে স্বস্তিকাকে। তিনি রাত দখলের আন্দোলনে ছিলেন। তিনি তারপরেও বিভিন্ন বিক্ষোভে অংশ নিয়েছেন। স্বস্তিকা বলেছেন, ''যেভাবে মনে হবে সেই ভাবে রাস্তায় নামব, দিনে, রাতে। এরা আমার অপরিচিত। এদের সবার সঙ্গে আজকে আলাপ হলো। কত অচেনা মানুষ চেনা হয়ে উঠছে।''
শিলাজিৎ যা বললেন
গায়ক ও অভিনেতা শিলাজিৎ প্রতিবাদে অংশ নিয়েছেন। ছেলে ধী মজুমদারও প্রতিবাদ করেছেন। ছেলের জন্মদিনে শিলাজিৎ বলেছেন, ''তোর কথা ফুটেছে। আমরা তোকে ভালোবাসি।''
মীরের আবেদন
আরজি কর নিয়ে পথে নেমেছেন হাস্যকৌতুক শিল্পী ও অভিনেতা মীর। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ''আমাদের ওই মেয়েটি ওই ভাবে চলে গিয়ে আমাদের গ্রাম, শহর, জেলা, রাজ্য, দেশ-কে এক করে দিয়ে গেল! এখানে আমাদের বলতে যারা রাজনীতি বুঝি না।'' মীরের আবেদন, ''প্রতিবাদ করুন। মুখ বন্ধ রাখবেন না।'' টিভি বিতর্কে মীর সিস্টেম বদলের কথা বলেছেন।
লগ্নজিতার প্রতিবাদ
গায়িকা লগ্নজিতাকে প্রায় দেখা যাচ্ছে বিক্ষোভে। জুনিয়র ডাক্তারদের সারা রাতের বিক্ষোভে দেখা গেছে তাকে। তিনি বলেছেন, ''প্রতীকী মেরুদণ্ডটা অভূতপূর্ব। এমন আমি আগে দেখিনি।'' হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, মৃত চিকিৎসকের কলার টিউনে লগ্নজিতার গান বাজত, 'আমাদের স্বপ্নগুলো অল্প সময় ঘর পাতালো'।
আবির ও পরমব্রত
আবির ও পরমব্রত দুজনেই বিক্ষোভে সামিল হয়েছেন। আবির সমাজমাধ্যমে লিখেছেন, ''কোনও ধরনের সান্ত্বনাবাক্য যথেষ্ট হতে পারে না এই পরিবারের জন্য। যা হয়েছে, এবং এখন যা হচ্ছে তা ভয়ংকর। অন্তত এইটুকু বলতে পারি মেনে নেওয়া যায় না। যেভাবে বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষের প্রতিবাদের সুর উঠে আসছে, এখন এটাই দরকার।'' পরমব্রত বলেছেন, ''আমি বিচার চাই। যে বা যারা অপরাধী, তারা যাতে আইনসম্মত ভাবে শাস্তি পায়।''
প্রতিবাদী কনীনিকা
অভিনেত্রী কনীনিকাকেও দেখা যাচ্ছে বিক্ষোভে, প্রতিবাদে। তিনি বলেছেন, ''এটা কোনো তিলোত্তমার লড়াই নয়, এটা মনুষ্যত্বের লড়াই। আমি চুপ থাকতে পারছি না। ন্যায় চাই। সব কিছু টাকা দিয়ে কেনা যায় না। মনুষ্যত্ববোধের জায়গা থেকে এই মামলায় বিচার পেতেই হবে।''
শাশ্বতের প্রতিবাদ
শাশ্বত চট্টোপাধ্যায় মিছিলে হেঁটেছেন, প্রতিবাদ করেছেন। এক মেয়ের বাবা শাশ্বত বলেছেন, ''বিচার যত তাড়াতাড়ি পাওয়া যায়, তত ভালো। কাজের জায়গায় সুরক্ষা। এটা মাস্ট। তাছাড়া আমাদের যতটুকু চাহিদা ছিল, টলিউডের তরফে লিখিত দিয়েছি। আমাদের পুরুষ মানুষদেরও একটু লজ্জা হওয়া উচিত।''
মিছিলে অনুপম রায়
আরজি কর নিয়ে প্রতিবাদ মিছিলে ছিলেন অনুপম রায়। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ''যাদবপুরের ছাত্র মৃত্যুর এক বছর হয়ে গিয়েছে। দোষীকে চিহ্নিত করা যায়নি। যাদবপুরের র্যাগিংয়ের ঘটনা, ২০২৩। আরজি করের মহিলা চিকিৎসকের মৃত্যুর ১০ দিন হতে চলল। প্রচুর বিভ্রান্তি তৈরি হয়েছে। কিন্তু বিচার? আদৌ পাওয়া যাবে কী?''
রূপঙ্করের গান
বিক্ষোভে সামিল হওয়ার পাশাপাশি রূপঙ্করও 'ক্ষমা কর' নামে একটি গান গেয়েছেন। তিনি বলেছেন, “এই গান এক অসহায় বাবার গান। আসলে ১৪ অগাস্ট রাতে বাড়ি ফিরছিলাম। রাস্তায় প্রতিবাদী মানুষের ঢল। বাচ্চাকে কোলে নিয়েও বাবা-মায়ের রাস্তায়।দেখে মনে হচ্ছিল, আরজি করের চিকিৎসকের জায়গায় তো আমার মেয়েও হতে পারত। আমার কান্না পাচ্ছিল। মেয়েটা চলে গেল এটাই যন্ত্রণা দিচ্ছিল। মনে হচ্ছিল, মেয়েটা যেন আমারই। এই ভাবনা থেকেই এই গান।”
প্রতিবাদে দেব
দেব ঘাটালের তৃণমূল সাংসদ। তিনি পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় অভিনেতাও। তিনি বিক্ষোভে অংশ নিয়েছেন। দেব বলেছেন, ‘'এই কন্যাশ্রী, রূপশ্রী বা বেটি বাঁচাওয়ের কোনও মানে নেই, যদি আমরা আমাদের দেশের মেয়েদের না বাঁচাতে পারি। আমার মনে হয় কেন্দ্রীয় সরকারের সর্বদলীয় বৈঠক ডাকা দরকার। প্রধানমন্ত্রীর সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসা দরকার। এটা কী ভাবে আটকানো যায়, অপরাধীদের কী শাস্তি দেওয়া যায়, তা দেখা দরকার।’'
কৌশিক সেনের প্রতিবাদ
কৌশিক সেন, স্ত্রী রেশমি সেন ও তার ছেলে ঋদ্ধি সেন প্রতিবাদে অংশ নিয়েছেন। কৌশিক বলেছেন, তিনি কোনও রাজনৈতিক দলের তকমা গায়ে পরতে রাজি নন। মেডিক্যাল কলেজের ছাত্রদের আয়োজিত মিছিলে তিনি গেছেন। টালিগঞ্জের শিল্পী, কলাকুশলীদের মিছিলেও তাদের দেখা গেছে।
মিছিলে পা মেলালেন অঞ্জন দত্ত
অঞ্জন দত্ত গায়ক, পরিচালক ও অভিনেতা। অঞ্জন বলেছেন, ''আমি খুব লজ্জিত যে শহর আমাকে অনেক কিছু শিখিয়েছে, সেখানে এরকম লজ্জাজনক ঘটনা ঘটে গেল। সেই জন্য আমরা বলছি উই ওয়ান্ট জাস্টিস। সে যত উপরেই থাকুক না কেন। সঠিক বিচার চাইছি।''
প্রতিবাদে গায়ক, অভিনেতা, অভিনেত্রী, পরিচালকরা
কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়রাও প্রতিবাদে সামিল হয়েছেন। কৌশিক তো তার মায়ের শেষকৃত্যের পর সোজা টালিগঞ্জে শিল্পীদের বিক্ষোভে সামিল হন। সৃজিত খান্না থেকে শ্যামবাজদার পর্যন্ত মিছিলে ছিলেন। মিছিল করেছেন মনোময়, কৌশিকী, শুভমিতা, উপালী-সহ অনেক গায়ক, অভিনেতাও।
অঙ্কুশ, ঋত্বিকদের প্রতিবাদ
অঙ্কুশ, ঋত্বিক চক্রবর্তীরাও প্রতিবাদে সামিল হয়েছেন। অঙ্কুশ বলেছেন, ''আশা করব সমাজ এমন জায়গায় না চলে যায় যে একসময় মানুষ হয়ে জন্মানোর জন্যে ঘৃণা বোধ করে। দ্রুত সুবিচারের আশা রাখলাম।'' ঋত্বিককে মিছিলে বিশেষ দেখা যায়নি। কিন্তু সামাজিক মাধ্যমে তিনি নিয়মিত প্রতিবাদ করে যাচ্ছেন।
রঞ্জিত, ঋতুপর্ণা, রূপা ও রুদ্রনীল
তারকাদের প্রতিবাদে সামিল হয়েছিলেন রঞ্জিত মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত, রূপা গঙ্গোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ। সেই প্রতিবাদেই চারজনের পাশাপাশি ছবি। এর মধ্যে ঋতুপর্ণা শ্যামবাজারের একটি বিক্ষোভে যান। তখন তার বিরুদ্ধে বিক্ষোভ হয়। তার গাড়ি চড়াও হয় কিছু বিক্ষোভকারী। এনিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
ইমন চক্রবর্তীও বিক্ষোভে
ইমন চক্রবর্তীও বিক্ষোভে যোগ দিয়েছেন। তিনি বলেছেন, ''এই ঘটনা লজ্জার। আর যাারা বলছেন, একটি মেয়ে কেন অত রাতে একটা ঘরে গেছিল, সেটা আরো লজ্জার। যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায় সরকারকে নিতে হবে।''
বহু তারকার প্রতিবাদ
টলিউডের প্রায় সব তারকাকেই পথে দেখা যাচ্ছে। তবে অত্যন্ত সক্রিয় ঊষসী চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, সোহিনী সরকাররা। তারা অনেক মিছিলে থাকছেন। রাত দখলের আন্দোলনে অংশ নিয়েছেন। প্রশ্ন তুলছেন। অপরাধীদের শাস্তির দাবি করছেন। উপরের ছবিতে ঊষসী চক্রবর্তীকে দেখা যাচ্ছে।