আর্জেন্টিনায় স্পাইডারম্যানের সবচেয়ে বড় মেলা
স্পাইডারম্যান সেজে বিশ্বরেকর্ড ভাঙার প্রস্তুতি আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে৷ বিস্তারিত ছবিঘরে...
যা হচ্ছে সেখানে
আর্জেন্টাইন ইনফ্লুয়েন্সার উকি ডিয়ানে ইন্সটাগ্রামের মাধ্যমে আয়োজন করেন এক অভিনব ‘যেমন খুশি সাজো’ অনুষ্ঠান৷ এর বিশেষত্ব এটাই যে, একই স্থানে একইসাথে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ স্পাইডারম্যানের সাজে সাজবেন৷ ডিয়ানের লক্ষ্য, এক হাজারেরও বেশি মানুষকে এই অনুষ্ঠানে হাজির করা৷
যেমন এই সাজ
রোববার আর্জেন্টিনার বুয়েন্স আইরেসের বিখ্যাত ওবেলিস্ক স্থাপত্যের নিচে ভিড় জমান লাল-নীল স্পাইডারম্যানের জামা-টুপি পরা বহু মানুষ৷ এভাবে কোনো কাল্পনিক চরিত্রের মতো করে সেজে প্রকাশ্যে আসাকে বলা হয় কসটিউম প্লে বা কসপ্লে৷
আয়োজকদের প্রত্যাশা
ডিয়ানে জানান যে, এই অনুষ্ঠানে তিনি সাতশ অংশগ্রহণকারীর সই সংগ্রহ করেছেন৷ কিন্তু মোট অংশগ্রহণকারীর সংখ্যা এক হাজারেরও বেশি, বলেন তিনি৷ রেকর্ড গড়ার প্রমাণ হিসাবে অংশগ্রহণকারীদের ছবি তোলা ও সাথে সই সংগ্রহ করা হয়েছে৷
স্পাইডারম্যানের জন্য উন্মাদনা
ডিয়ানে বলেন, ‘‘স্পাইডারম্যান কী ঘটাতে পারে, তা অবিশ্বাস্য! এটা আমাকে ব্যাপক আনন্দ দেয়৷’’ স্থানীয় জনতা স্পাইডারম্যান কস্টিউমকে নিজের মতো করে নিয়েছে৷ কেউ কেউ স্পাইডারম্যানের পোশাক ও মুখোশের রঙের সাথে মিলিয়ে পরছেন লাল টাই ও স্যুট৷
ফুটবল ও স্পাইডারম্যান
ফুটবলপ্রেমী দেশটির কেউ কেউ এই দিনে স্পাইডারম্যানের জামার ওপর গায়ে চাপান দেশের পতাকার রঙের ফুটবল জার্সিও৷ হুয়ান মেঞ্চোন ২৫ বছর বয়সি ফুটবল কোচ৷ তিনি বলেন, ‘‘স্পাইডারম্যানের এই কস্টিউম আমায় শক্তির অনুভূতি দিচ্ছে৷ আমি খুব মুখচোরা, তাই এই মুখোশ আমাকে নিজের মত ব্যক্ত করার শক্তি দেয়৷’’
ভক্তের কথা
সদ্য প্রাপ্তবয়স্ক হওয়া মাটিয়াস কোনেস মনে করেন, স্পাইডারম্যানের কস্টিউমের কিছু বিশেষ ক্ষমতা আছে৷ তার মতে, ‘‘ঠিক স্ট্যান লি যেমনটা বলেন, এই মুখোশ যে কেউ পরতে পারেন৷‘‘
আগের রেকর্ড
২০২৩ সালের জুনমাসে মালয়শিয়ার একটি শপিং মলে ৬৮৫জন একসাথে স্পাইডারম্যান সেজে বিশ্ব রেকর্ড গড়েন৷ এই রেকর্ডই ভাঙার চেষ্টা করলেন ডিয়ানে৷ চেষ্টা সফল হয়েছে কিনা তা জানাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ৷