1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আল-কোরআন বিরোধী সিনেমা 'ফিত্না'

আরাফাতুল ইসলাম২৮ মার্চ ২০০৮

মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন-বিরোধী সিনেমা তৈরি করে ব্যাপক আলোচিত এবং সমালোচিত হচ্ছেন ডাচ পার্লামেন্টের সদস্য খেয়ার্ট ভিল্ডার্স৷ বৃহস্পতিবার রাতে একটি ভিডিও শেয়ারিং ওয়েবসাইটে তিনি ১৭ মিনিট দৈর্ঘ্য'র আল-কোরআন বিরোধী সিনেমা ফিত্না'র মুক্তি দেন৷ সেখানে ৯ ইলেভেনসহ বিভিন্

https://p.dw.com/p/Dil3
মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার চেষ্টা
মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার চেষ্টাছবি: AP

� সহিংসতা এবং বোমা হামলা'র সঙ্গে আল-কোরআনের বিভিন্ন সুরা ও আয়াতের সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন ভিল্ডার্স৷ এজন্য তিনি আল কোরআনের বেশ কিছু আয়াতের ভাষান্তর করেছেন এবং বিভিন্ন স্পর্শকাতর ভিডিও ফুটেজ ব্যবহার করেছেন৷ সিনেমা'র শেষের দিকে ভিল্ডার্স আল কোরআনের পাতা ছেড়ার একটি দৃশ্য দেখান এবং বিশ্ববাসী'র কাছে আল-কোরআন এর অংশ বিশেষ প্রত্যাখ্যান করার আহবান জানান৷

ফিত্না'র মুক্তির কয়েক ঘন্টা পরই নেদারল্যান্ডস এর প্রধানমন্ত্রী ইয়ান পেটার বাল্কেন-এন্ডে সংবাদ সম্মেলন করেন৷ সেখানে তিনি বলেন, এই সিনেমাটিতে ইসলাম এবং সহিংসতাকে সমানভাবে তুলে ধরা হয়েছে৷ আমরা এর বিষয়বস্তুকে প্রত্যাখ্যান করছি৷ বিশ্বের অধিকাংশ মুসলমানই ধর্মীয় উগ্রবাদ এবং সহিংসতার বিরোধী৷ তাছাড়া অনেক সময় মুসলমানরাই সহিংসতা'র শিকার হয়৷

এর আগে বাল্কেন-এন্ডে এই সিনেমা মুক্তি না দেওয়ার জন্য ভিল্ডার্সকে অনুরোধও করেছিলেন৷ কারন এটি ডাচ নাগরিকদের নিরাপত্তার জন্যও একটি বড় হুমকি হয়ে দেখা দিতে পারে৷

বাল্কেন-এন্ডে'র ঐ অনুরোধের উত্তরে ভিল্ডার্স বলেছিলেনন, ডাচ মন্ত্রীসভা ইসলামের কাছে মাথা নত করতে পারে বা আত্বসমর্পনও করতে পারে৷ কিন্তু আমি কখনোই তা করবো না৷ সিনেমাটি অবশ্যই মুক্তি পাবে৷

এদিকে ফিত্না প্রসঙ্গে ইউরোপীয় ইউনিয়ন শুক্রবার এক বিবৃতিতে জানায়, আমরা মনে করি এই ধরনের আচরণ বা এই সিনেমাটি মুসলমানদের প্রতি ঘৃণা সৃষ্টি'র জন্যই তৈরি করা হয়েছে৷ এর আর কোন ব্যাখ্যা থাকতে পারে না৷

ইতিমধ্যে মুসলিম বিশ্ব থেকেও ফিত্না বিষয়ে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে৷ জর্ডানের সংবাদপত্রগুলোর একটি সংগঠন ভিল্ডার্স এর বিরুদ্ধে মামলা করার ঘোষনা দিয়েছে এবং আরব বিশ্বের নেতাদের ডেনমার্ক ও নেদারল্যান্ডস এর সঙ্গে সম্পর্ককে পুনর্মুল্যায়নের আহবান জানিয়েছে৷

ভিল্ডার্স এর বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন ডেনিস কার্টুনিস্ট কুর্ট ওয়েস্টারগার্ড ও৷ হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে ব্যাঙ্গ কার্টুন এঁকে বিতর্কিত হন কার্টুনিস্ট ওয়েস্টারগার্ড৷ ভিল্ডার্স তার সিনেমার শুরুতে এই ব্যঙ্গ কার্টুনটি প্রদর্শন করেন৷ ফলে কপিরাইট আইনে মামলা করার ঘোষনা দিয়েছেন ওয়েস্টারগার্ড৷

অবশ্য ডাচ সরকারও ভিল্ডার্স এর বিরুদ্ধে মামলা করার কথা ভাবছে৷ দেশটির সরকারী কৌশুলি'র দপ্তর থেকে জানানো হয়েছে যে, ভিল্ডার্স এর বিষয়টি তদন্ত করা হচ্ছে৷ তিনি ডাচ আইনের পরিপন্থী কিছু করে থাকলে মামলা করা হবে৷

তবে ফিত্না মুক্তি দেয়ার পর নির্মাতা ভিল্ডার্স জানান, আমি একজন রাজনীতিক৷ আমি মনে করি ইসলাম এবং কোরআন আমাদের দেশে'র স্বাধীনতার জন্য বিপদজনক৷ সেজন্য আমি সবাইকে সতর্ক করছি৷

তবে ইসলামী চিন্তাবিদদের কয়েকজন বলেছেন যে, এই সিনেমা'র বিষয়টি নিয়ে নিরব থাকাটাই সবচেয়ে মোক্ষম প্রতিক্রিয়া হতে পারে৷ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর তারেক রামাদান এই বিষয়ে বলেন, সিনেমায় যাই থাকুক না কেন, এটা পরিষ্কার যে মুসলমানদের উত্তেজিত করার জন্য এটা তৈরি হয়েছে৷