আলমগীর আটক, হরতালের আগেই ছড়াচ্ছে উত্তাপ
১১ ডিসেম্বর ২০১২নয়াপল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয় সোমবার সন্ধ্যায়৷ কয়েক ঘণ্টা তিনি বিএনপি কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর বাইরে বের হলে তাঁকে ভ্যানে তুলে নেয় পুলিশ৷
এর আগে প্রায় সারা দিন বিএনপি'র কেন্দ্রীয় কার্যলয় অবরুদ্ধ করে রাখে পুলিশ৷ আর সে কারণেই সোমবারের নির্ধারিত প্রতিবাদ সমাবেশ বাতিল করে বিএনপি৷ আর গ্রেপ্তার হওয়ার আগে মির্জা ফখরুল কেন্দ্রীয় কার্যলায়ে এক সংবাদ সম্মেলনে তাঁকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ করেন৷
সারা দিন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পুলিশ তাদের অন্তত ৪০ জন নেতা-কর্মীকে আটক করে৷ আর রবিবারের অবরোধে গাড়ি ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার দায়ে ৩৮টিরও বেশি মামলা করা হয়৷ অবরোধের মামলায় ঢাকায় মোট আটক করা হয়েছে ১৬২ জনকে আর সারা দেশে ২৪০ জনকে৷
পুলিশ দাবি করেছে যে, মির্জা ফখরুলকে কোনো মিথ্যা মামলায় নয়, সুনির্দষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে৷ ডিএমপি'র মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম জানান, অবরোধের দিন সিটি কর্পোরেশনের একটি গাড়িতে হামলার মামলায় মির্জা ফখরুল এবং রুহল কবির রিজভী এজাহারভুক্ত আসামি৷
এদিকে মির্জা ফখরুল গ্রেপ্তার হওয়ার পর এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রুহুল কবির রিজভী মঙ্গলবারের হরতাল আরো কঠোরভাবে পালনের ঘোষণা দিয়েছেন৷ তিনি বলেছেন, মামলা আর অত্যাচার অথবা নির্যাতন চালিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না৷
বিএনপি'র নেতৃত্ব ১৮ দলের সারা দেশে আজকের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচিতে পুলিশও প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে৷ উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম জানান, মোবাইল কোর্ট ছাড়াও পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷
এই পরিস্থিতিতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ ফলে গত রাত থেকেই রাজধানীর রাস্তা-ঘাট ফাঁকা হয়ে যায়৷