আশুলিয়ায় শ্রমিকদের সংঘর্ষে নারী শ্রমিক নিহত
১৭ সেপ্টেম্বর ২০২৪নিহত নারী শ্রমিকের নাম মোছাম্মাত রোকেয়া বেগম। তিনি মাসকট গার্মেন্টসের সহকারী সেলাই মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। রোকেয়া ২০২১ সালের ১ ডিসেম্বর কারখানাটিতে যোগ দেন।
দৈনিক প্রথম আলো জানায়, মাসকট গার্মেন্টস শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ ছিল। আজ (মঙ্গলবার) সকালে বন্ধ কারখানার ফটকে মাসকটের শ্রমিকেরা অবস্থান নেন। পরে তারা পাশের সাউদার্ন ও রেডিয়েন্স গার্মেন্টসে হামলা করেন। এরপর সাউদার্ন ও রেডিয়েন্সের শ্রমিকদের সঙ্গে মাসকটের শ্রমিকদের সংঘর্ষ হয়। এই সংঘর্ষে মাসকটের শ্রমিক রোকেয়া বেগম মারা যান।
আশুলিয়া শিল্প পুলিশের এসপি মোহাম্মদ সারোয়ার আলম বলেন, সকাল পৌনে ১০টার দিকে মাসকট গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে অন্য কারখানার শ্রমিকদের সংঘর্ষে ইট-পাটকেল লেগে এক শ্রমিক মারা যান। তার লাশ পিএমকে হাসপাতালে রয়েছে। দুজন আহত শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর বাইরেও আহত আছে বলে জানিয়েছেন তিনি।
এসিবি/ এপিবি (দৈনিক প্রথম আলো)