‘আশ্রয় পেয়ে রোহিঙ্গারা আমাদের জিম্মি করছে’
১১ সেপ্টেম্বর ২০২০ডয়চে ভেলের এই প্রতিবেদনটিতে অনেকেই নিজের মতামত জানিয়েছেন৷ ‘ঘর ছোট' বলে রোহিঙ্গাদের ভাসানচর সম্পর্কে অনীহা প্রকাশকে ভালো চোখে দেখছেন না তারা৷
‘‘আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন, রাস্তায় ঘুমায়৷ রোহিঙ্গাদের জায়গায় বাংলাদেশের গৃহহীনদের পুর্নবাসন করা হোক৷’’ সরকারের প্রতি এই আবেদন পাঠক কামাল গাজির ৷ প্রায় একই ভাবনা পাঠক ইয়াসিন আহমেদ, ফাহিম আসাদ সবুজেরও৷
মানিক শিকদারের মতে, রোহিঙ্গারা ভাসানচরে যাওয়া নিয়ে বাড়াবাড়ি করছে৷ তিনি লিখেছেন, ‘‘মানবতার খাতিরে আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিলাম এখন আমাদের জিম্মি করছে৷ এগুলো মেনে নেওয়া যায় না৷’’
মাসুক উদ্দিন প্রশ্ন করেছেন, ‘‘ভাসানচরের ঘরগুলো যখন ছোট, তাহলে কি রোহিঙ্গারা সোনারগাঁ, রেডিসন ব্লু আর ওয়েস্টিনে থাকবেন?’’ আর রোহিঙ্গাদের আচরণ দেখে জাকির হোসেন জাকির লিখেছেন, ‘‘একেই বলে 'দুধ কলা দিয়ে সাপ পোষা৷’’
রায়ান খান দুঃখ করে লিখেছেন, ‘‘আমাদের দেশের কত মানুষের বসত বাড়ি ঘর ভিটা নেই ৷ আর তাদেরকে এইভাবে সুযোগ করে দেওয়ার পরেও তারা যেতে চাইছে না৷’’
তবে সরকারের এ ব্যাপারে এত নমনীয়তা দেখানোর কারণ বুঝতে পারছেনা পাঠক আনোয়ার হোসেন৷
রোহিঙ্গাদের ভাসানচরে বসবাসের সুযোগ দেয়াকে একটি আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করেন পাঠক মোহাম্মদ আরশাদ৷ তিনি লিখেছেন, ‘‘দুনিয়ার সব দেশে শরণার্থী শিবিরগুলি সীমান্ত এলাকায় হয়ে থাকে৷ এতে শরণার্থীদের মনের মধ্যে নিজ দেশে ফেরত যাওয়ার একটা ঝোঁক থাকে৷ কিন্তু ভাসানচরে স্বাধীনভাবে বসবাসের সুযোগ দিলে তারা নিজ দেশে ফেরত যেতে চাইবে না৷’’
হোসেন মোহাম্মদ বলছেন, রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানোর ব্যবস্থা করা হোক ৷
সংকলন: নুরুননাহার সাত্তার
সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী