আসছে ফেব্রুয়ারি, আসছে বইমেলা
মনের খোরাক ও জ্ঞানের অন্যতম বাহক বই৷ বাংলাদেশে বইকেন্দ্রিক সবচেয়ে বড় আয়োজন অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে আগামী ১ ফেব্রুয়ারি থেকে৷ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি৷ ছবিঘরে দেখুন তার নানা চিত্র৷
বই মানেই বাংলাবাজার
পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাওয়ার পথেই পড়বে বাংলাবাজার৷ এখানে রয়েছে শত শত বইয়ের দোকান৷ বই ছাপানো, প্রচ্ছদ, প্রুফ রিডিংসহ বইমেলার যাবতীয় প্রস্তুতি সারছেন তারা৷
দোকানে বইয়ের স্তুপ
বাংলাবাজারের প্রকাশনা সংস্থাগুলোতে ঘুরে দেখা যায়, সেখান বইয়ের স্তুপ জমে আছে৷ বইমেলা উপলক্ষে বই ছাপানো বেড়েছে বিধায় গোডাউনের পাশাপাশি দোকানেও যতটুকু সম্ভব বই এনে রাখা হচ্ছে৷
‘পট্টি’ থেকে চাহিদা পূরণ
দেশে ডলার সংকটের কারণে দেশের বাইরে থেকে কাগজ তৈরির ‘পাল্প’ আমদানি কমে গেছে৷ এ সংকট সমাধানে কাগজের উচ্ছিষ্ট অংশ বা পট্টি থেকে ফের কাগজ তৈরি করা হচ্ছে৷ এতে অবশ্য পট্টির চাহিদা ও দাম গত তিনমাসে কমপক্ষে তিনগুণ বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা৷
‘কাগজের দাম বেড়েছে’
প্রকাশনা সংস্থা শব্দ শিল্পের কর্ণধার মোঃ শরিফুর রহমান বলেন, ‘‘বইমেলার আগে আমরা যখন মোটামুটি সব প্রস্তুতি সম্পন্ন করেছি, তখনি বই ছাপানোর যে মূল উপকরণ, সেই কাগজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হলো৷ এখন অনেক প্রকাশনা সংস্থাই বই ছাপানো থেকে আকস্মিকভাবে সরে আসছেন৷’’
শিশুতোষ বইয়ের চাহিদা
শিশুতোষ বই ছাপানোর প্রকাশনা সংস্থা আবির বুক ডিপোর স্বত্বাধিকারী আওলাদ মিয়া বলেন, ইউটিউব বা অনলাইনভিত্তিক শিশুদের অন্যান্য বিনোদনের মাধ্যম বেড়ে যাওয়ায় এখন বাচ্চাদের শিক্ষামূলক বই কম বিক্রি হচ্ছে৷ তাছাড়া আনুষাঙ্গিক জিনিসের দাম বাড়ার কারণে বইয়ের দামও বেশি৷
বাড়তে পারে বইয়ের দাম
পুরান ঢাকার বাংলাবাজার ও প্যারিদাস রোডে ঘুরে একাধিক প্রকাশনা সংস্থার কর্ণধারদের সাথে কথা বলে জানা গেছে, কাগজের দাম বাড়ায়, এবার বইমেলায় বইয়ের দামও বাড়তে পারে৷
জানুয়ারি মাসের উলটো চিত্র
পুরান ঢাকার বাংলাবাজারের আনমন প্রিন্টার্সের কর্মচারি মোঃ মাসুদ বলেন, ‘‘আমি প্রায় ৩২ বছর ধরে প্রিন্টিংয়ের কাজ করি৷ কিন্তু করোনার লকডাউন বাদে কোনো জানুয়ারি মাসে এতো কম কাজ হতে দেখি নাই৷’’
সোশ্যাল মিডিয়ার প্রভাব বইয়ে
ঢাকার একাধিক প্রকাশনা সংস্থা, প্রকাশক ও লেখক মনে করেন, এখন শিক্ষিত শ্রেণির প্রায় সবার হাতেই স্মার্টফোন থাকায় সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্লাটফর্মে তারা ব্যস্ত থাকছেন৷ এর প্রভাবে পাঠকেরা বই বিমুখ হচ্ছেন৷
প্রভাব অন্যান্য পেশায়
বাংলাবাজারে বই পরিবহণের কাজে নিযুক্ত ভ্যানচালক মোঃ আসগর আলী বলেন, গত বছরগুলাতে ডিসেম্বর-জানুয়ারি মাসে দম নেওয়ার ফুরসত থাকতো না৷ প্রচুর কাজের চাপ থাকত৷ অথচ এবার চিত্র একেবারেই ভিন্ন৷
টুকটাক অর্ডার আসছে
পুরান ঢাকার কাগজিটোলার জনতা প্রেস, আইডিয়াল প্রেসসহ একাধিক প্রকাশনা ও ছাপাখানা সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, তাদের এখন যে টুকটাক কাজের অর্ডার আছে, তা দিয়ে কোনমতে চলে গেলেও কতদিন এভাবে টিকে থাকা যাবে, তা নিয়ে ব্যবসায়ীরা সন্দিহান৷
বইমেলা ঘিরে সমালোচনা
অমর একুশে বইমেলা শুরু হওয়ার ঠিক আগে সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা একাডেমীর একটি সিদ্ধান্তের সমালোচনা শুরু হয়েছে৷ বলা হচ্ছে, ‘আদর্শ’ প্রকাশনা সংস্থা বাংলা একাডেমীর নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক ৩টি বই প্রকাশ করেছে৷ এ কারণে মেলায় তাদের স্টল বরাদ্ধ দেয়া হয়নি৷
বইমেলার ভেন্যুর প্রস্তুতি
অমর একুশে বইমেলার জন্য নির্ধারিত বাংলা একাডেমি প্রাঙ্গণ ও শাহবাগের সোহরাওয়ার্দি উদ্যানে গিয়ে দেখা যায়, সেখানে বইয়ের বিভিন্ন স্টল প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে চলেছে৷
তবুও অমর একুশে বইমেলা
সময়, অন্যপ্রকাশ, কাজল, মাওলা ব্রাদার্সের মতো বড় প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক বছরে মানুষের কাছে বইয়ের চাহিদা কমে গেছে৷ তবে তাদের আশা, বইপ্রেমীদের ভিড়ে এবারও সরব হবে বইমেলা, বইও কিনবেন তারা৷