আসছে মানুষের মতো রোবট
২৬ অক্টোবর ২০১৬নতুন প্রজন্মের কম্পিউটারে মানুষের মস্তিষ্ক ভরে দেওয়া হবে, যা টেমপ্লেট হিসেবে কাজ করবে৷ তথাকথিত ‘স্পিনন্যাকার চিপস'-এর ক্ষেত্রেও এমনটা করা হয়েছে৷ তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ প্রোফেসর আলোইস ক্নল বলেন, ‘‘স্পিনন্যাকার একটি চিপের মধ্যে ১৮টি আর্ম-প্রসেসর সংযুক্ত করে৷ তথ্যের আদানপ্রদানের জন্য ছোট এক নেটওয়ার্কের প্রয়োজন হয়৷ এখনো পর্যন্ত এমন ‘অ্যাসিনক্রোনাস' বা অনিয়মিত প্রক্রিয়া করানো হয়নি৷''
সিমুলেশন পরীক্ষার জন্য বিজ্ঞানীরা একেবারে নতুন ধরনের রোবট তৈরি করেছেন৷ তারা ভার্চুয়াল মস্তিষ্কের নির্দেশ পালন করবে৷ রোবট জানালো, তার ৪৮টি মোটর আছে, তার বয়স মাত্র ১ বছর৷ মানুষের মতো হাড়গোড় ও পেশিও আছে৷
এই রোবটের শরীর মানুষের মতো করে তৈরি৷ এমনকি নমনীয় মেরুদণ্ড, টেন্ডন ও জয়েন্টও রয়েছে৷ মানুষের মতোই তার নড়াচড়া করার কথা৷ কিন্তু তার জন্য তাকে মানুষের মতো অনুভূতিপ্রবণও হতে হবে৷ তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ফ্লোরিয়ান ব়্যোরবাইন বলেন, ‘‘এই ধরনের অ্যানথ্রোপোমেট্রিক রোবট-দের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হলো, শিল্পক্ষেত্রে কর্মরত রোবটদের মতো জয়েন্টের মধ্যে মোটর রাখা যায় না৷ বরং তাদের টেন্ডনের মতো কিছু একটা থাকে৷ জয়েন্ট, হাড়গোড়ও আছে৷ তাই তাদের নিয়ন্ত্রণের অন্য ব্যবস্থার প্রয়োজন৷ বিজ্ঞানের জন্য এটা বড় চ্যালেঞ্জ৷ সে ক্ষেত্রে মস্তিষ্কের মধ্যে উঁকি দিতে হয়৷ স্নায়ুবিজ্ঞান সম্পর্কে আমাদের জ্ঞানের ভিত্তিতে জানতে হয়, আমরা কীভাবে আমাদের জয়েন্ট নিয়ন্ত্রণ করি৷''
ভার্চুয়াল ব্রেন নিখুঁতভাবে তার যান্ত্রিক শরীর নিয়ন্ত্রণ করার আগে আরও অনেক গবেষণার প্রয়োজন আছে৷ রোবটদের কোনো একদিন প্রকৃত অনুভূতি দেখাতে হলে বিজ্ঞানীদের মানুষের মস্তিষ্ককে ভালো করে বুঝতে হবে৷ তার আগে ‘রোবয়' নামের রোবট-টিকে হাঁটতে শিখতে হবে৷